আই সি টি বিষয়ক কিছু মজার তথ্য

0 0

আই সি টি (ICT) অর্থাৎ ইনফরমেশন টেকনোলজী বিষয়ক এই মজার তথ্যগুলো জেনে রাখতে পারেন-

আই সি টি বিষয়ক মজার তথ্য

  • প্রথম ৫০ মিলিওন ব্যবহারকারী তৈরিতে রেডিও আর টেলিভিশন যথাক্রমে ৩৮ এবং ১৩ বছর নিলেও ইন্টারনেট নিয়েছে মাত্র ৪ বছর।

 

  • পৃথিবীর প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার ENIAC-এর ওজন ছিলো ২৭ টনের বেশী আর তা ১৮০০ স্কয়ার ফিট জায়গা দখল করতো।
  • কম্পিউটার মাউসের আবিস্কারক Doug Engelbart-এর আবিষ্কৃত মাউসটি ছিলো কাঠের তৈরি।
  • HP, Google, Microsoft এবং Apple এর একটা অদ্ভুত মিল হচ্ছে এদের সকলের জন্মই গ্যারাজে।
  • বিশ্বের প্রথম রেজিস্টার্ড ডোমেন নেম হচ্ছে symbolics.com যা ১৫ই মার্চ, ১৯৮৫ সালে রেজিস্ট্রেশন করা হয়।
  • সাধারণত প্রত্যেকে মিনিটে প্রায় ২০ বার চোখের পলক ফেললেও, ইলেক্ট্রনিক স্ক্রিন (বিশেষত কম্পিউটার বা মোনবাইল ফোনের ডিস্প্লে) দেখার সময়ে প্রায় ৭ বার পলক ফেলি। তাই দীর্ঘক্ষন ব্যবহারে আমরা চোখের ক্লান্তি অনুভব করি।
  • মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম সফটওয়্যার “উইন্ডোজ” এর কোড নেম ছিলো “ইন্টারফেস ম্যানেজার”। নাম হিসেবে “উইন্ডোজ”-কে বেছে নেওয়ার কারন হচ্ছে তা “ইন্টারফেস ম্যানেজার”-এর চেয়ে বেশী আবেদনময়ী।
  • প্রথম হার্ডডিস্ক প্রস্তুত হয় ১৯৭৯ সালে এবং তার ধারন ক্ষমতা ৫ মেগাবাইটের বেশী ছিলো না।
  • নাসায় গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি ও সার্জের জন্য রানওয়ে আছে, যেটা শুধুমাত্র তারাই ব্যাবহার করেন, অন্য কেউ নয়।
  • ইউটিউবে আপলোড হওয়া প্রথম ভিডিওটির শিরোনাম ছিলো “Me at the zoo”, যা ছিলো স্যান দিয়েগো চিড়িয়াখানায় চিত্রায়িত। ইউটিউবের একজন প্রতিষ্ঠাতা জাওয়াদ করিম ছিলেন ভডিওটিতে।

 

জানা-অজানা এমন আরো কিছু মজার তথ্য অন্য একদিন উপস্থাপন করা হবে।

Next Post

স্বপ্ন ছড়িয়ে দিতে স্কুল অফ ড্রিমের স্বপ্নযাত্রা

“এসো স্বপ্ন বুনি, এসো ছাড়িয়ে যাই নিজবৃত্ত” স্লোগান সামনে রেখে ‘স্কুল অফ ড্রিম’ স্কুলে স্কুলে তাদের কার্যক্রম শুরু করেছে। ড্রিম স্কুলের মূল্য প্রতিপাদ্য হিসেবে উদ্যোক্তারা বলছেন- জীবনব্যাপী গাইডেন্স এবং কাউন্সিলিং প্রদানের একটি প্রচেষ্ঠা। গত ১০/৪/২০১৭ তারিখে স্কুল অব ড্রিম তাদের কার্যক্রম পরিচালনা করেছে জামালপুর জেলার প্রত্যন্ত খুপী বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে। […]