নতুন মুখমুক্তিযুদ্ধবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: কয়েকটি দুর্লভ ছবি follow-upnews5 years ago01 mins ১৯৭২ সালের ১৭ মার্চ বাংলাদেশ সফরে আসেন ভারতের সেসময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ঢাকা বিমানবন্দরে (বর্তমানের তেজগাঁও বিমানবন্দর) নিজ সরকারের মন্ত্রীদের সাথে ইন্দিরা গান্ধীকে পরিচিয় করিয়ে দিচ্ছেন শেখ মুজিবুর রহমান। ইন্দিরা গান্ধীর সাথে শেখ মুজিবুর রহমান। ১৯৭৪ সালে বাংলাদেশ সফরে আসেন ভারতের রাষ্ট্রপতি ভি ভি গিরি। এসময় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাথে ছিলেন বাংলাদেশের সেসময়ে রাষ্ট্রপতি মাহমুদুল্লাহ। ছবিটি সে বছরের ৬ জুন তারিখে তোলা। ভারতের পররাষ্ট্র মন্ত্রী ওয়াই বি চাভানের সাথে আলাপচারিতায় থাকা শেখ মুজিব। ছবিটি ১৯৭৪ সালের ৮ ডিসেম্বর ঢাকায় তোলা। ১৯৭৪ সালের ১৪ মে ভারতের রাজধানী নয়া দিল্লীতে রাষ্ট্রপতি ভবনে শেখ মুজিবর রহমানকে আলিঙ্গনের মাধ্যমে অভ্যর্থনা জানান ভারতের রাষ্ট্রপতি ভি ভি গিরি। শেখ মুজিবর রহমানের অটোগ্রাফ নিচ্ছেন সেসময়ের ‘বলিউড কুইন’ হেমা মালিনী। এসময় বঙ্গবন্ধুর পাশে ছিলেন মহেন্দ্র কাপুর (বামদিক থেকে দ্বিতীয়)। তবে ছবিটির সঠিক তারিখ এবং স্থান জানা যায়নি। বঙ্গবন্ধুর ছবি দিয়ে ভারতে ক্যালেন্ডার এবং পোস্টকার্ড ছাপা হতো। এমনি একটি পোস্টকার্ড হাতে নিয়ে ক্যামেরার উদ্দেশ্যে পোজ দিচ্ছেন সেসময়ে ভারতের জনপ্রিয় নায়ক সুনীল দত্ত। বলিউডের ‘ভাই’ সঞ্জয় দত্তের পিতা সুনীল দত্ত। একই ফ্রেমে সংগীত শিল্পী শ্যামল মিত্র, চলচিত্র নির্মাতা সত্যজিৎ রায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বাম থেকে ডানে)। Share on FacebookPost on X Post navigation Previous: ভারতের সঙ্গে চুক্তি নিয়ে স্ট্যাটাস, আ’লীগ নেতা ডা. শেখ বাহারুল আলমকে বহিষ্কারNext: সুনামগঞ্জে পাঁচ বছরের শিশু হত্যা: এতটা বর্বর হতে পারে মানুষ!
ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা ৪৫০০০-এ নামিয়ে আনার চিন্তা (?) follow-upnews4 months ago4 months ago 0
বৈটপুরে ‘৭১-এ নৃশংস গণহত্যার শিকার গুহ পরিবারের বিশাল সম্পত্তি দখল করে রেখেছে কে? follow-upnews7 months ago7 months ago 0