Headlines

বইমেলায় ফকির ইলিয়াসের দুটি বই

কবি ফকির ইলিয়াস

কবি ফকির ইলিয়াস

অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ উপলক্ষে কবি ফকির ইলিয়াসের দুটি বই প্রকাশিত হচ্ছে। ‘শহীদ কাদরীর দরবারের দ্যুতি’ প্রবন্ধ গ্রন্থটি প্রকাশ করছে প্রকাশনী অনিন্দ্য প্রকাশ। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। দাম ২০০ টাকা।

কবি শহীদ কাদরীর জীবন, কবিতা, কথা ও আড্ডা নিয়ে বিশটি লেখা রয়েছে এই বইয়ে। ছয় ফর্মার বইটি প্রথম সপ্তাহ থেকেই মেলায় পাওয়া যাবে।

এছাড়া ‘প্যারিস সিরিজ ও অন্যান্য কবিতা’ বইটি প্রকাশিত হবে জেব্রাক্রসিং প্রকাশনী থেকে। এটির প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। দাম ১৩০ টাকা।

বইটি সম্পর্কে ফকির ইলিয়াস জানিয়েছেন, সম্প্রতি প্যারিস ভ্রমণ করে এসেছেন তিনি। প্রেম, প্রণয়, শিল্প, সাহিত্য, নন্দনকলার নগরী প্যারিস। ঝলমলে রোদের মতো একগুচ্ছ কবিতা রয়েছে এই কাব্যগ্রন্থে। তিন ফর্মার বইটি প্রথম দিন থেকেই মেলায় পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রকাশক।


ফকির ইলিয়াস