মুক্তিযুদ্ধের প্রামাণ্যদলিল: প্রয়োজনীয় এবং সংগ্রহে রাখার মতো একটি বই

follow-upnews
0 0

আলী আকবর টাবী ’র সাড়া জাগানো ‘দৈনিক সংগ্রামের মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা’ গ্রন্থটির তৃতীয় সংস্করণ বের হয়েছে। গোলাম আযমের নাগরিকত্ব মামলায় এবং যুদ্ধাপরাধীদের বিচারকার্যে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা রেফারেন্স হিসেবে গ্রন্থটি ব্যবহার করেছে। গোলাম আযম, নিজামী ও আলী আহসান মুজাহিদসহ স্বাধীনতাবিরোধীদের যুদ্ধাপরাধের প্রামাণ্য তথ্যাদি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রকাশিত জামায়াতে ইসলামের মুখপত্র ‘দৈনিক সংগ্রাম পত্রিকা’য় পাওয়া যায়। এই সমস্ত তথ্যাদি এই গ্রন্থে লিপিবদ্ধ আছে। বইটি একুশে মেলায় পাওয়া যাচ্ছে।

প্রাপ্তিস্থানঃ
১. এবং মানুষ স্টল (স্টল নম্বর-৮৩, বাংলা একাডেমীর তথ্যকেন্দ্রের পাশে, লিটল ম্যাগাজিন চত্ত্বর);

২. উদীচীর স্টল (স্টল নম্বর-২৯,বাংলা একাডেমীর পুকুর পাড়)।


মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলীল

Next Post

মা জেলে থাকায় মেয়েকে স্কুল থেকে বের করে দিয়েছেন প্রধান শিক্ষক এনামুল হক সরকার

ময়মনসিংহের গৌরীপুরে মায়ের অপরাধের জের ধরে নুসরাত জাহান স্বর্ণা নামে নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুল থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকারের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, গত সোমবার স্বর্ণা স্কুলে গেলে প্রধান শিক্ষক এনামুল হক তাকে স্কুল থেকে বের করে দিয়ে পরবর্তীতে […]
গৌরিপুর, ময়মনসিংহ

এগুলো পড়তে পারেন