“এবং তাহারা” বইটিতে মোট ১৮ জন ব্যক্তিত্বকে নিয়ে ১৮ টি প্রবন্ধ আছে। গত বারো বছর যাবত লেখক কাজটি একটু একটু করেছেন। “এবং তাহারা” মুলত একটি গবেষণা প্রবন্ধের বই। এক মলাটের মধ্যেই এই বইয়ে পাবলো পিকাসো, এসএম সুলতান, অমৃতা শেরগিল, ফ্রিদা কাহলো, শহীদ কাদরী, আহসান হাবীব, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আলাউদ্দিন আল আজাদ, হেনরিক ইবসেন, মানিক বন্ধোপাধ্যায়, আহমদ ছফা, হুমায়ুন আহমেদ, আবদুল্লাহ আবু সায়ীদ, লিও তলস্তয়, শওকত ওসমান, সৈয়দ ওয়ালীউ্লাহ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে আলোচনামুলক পর্যবেক্ষণ এবং নিরীক্ষণ করবার চেষ্টা আছে। বইটি প্রসঙ্গে লেখক আঁখি সিদ্দিকা বলেন, “যাদের লেখা পড়ে, এবং যাদের সংস্পর্শে গিয়ে আমি জীবনকে নতুনভাবে বুঝতে শিখেছি, নিজেকে চিনতে শিখেছে, জীবন সম্পর্কে নতুন নতুন দিশা পেয়েছি মূলত সেসকল লেখকদের নিয়েই এ বইটি।”
বইটি এই মুর্হূতে পাওয়া যাবে বইমেলা প্রাঙ্গন, পাঠক সমাবেশ,প্যাভিলিয়ন নম্বর-১৪, মুল্য -৪৫০/-। ডিসকাউন্ট এর পরে ৩৩৭/- পাঠকসমাবেশ অনলাইনে ও রকমারিতেও বই দুটি অর্ডার করা যাবে।