কানাডার সর্বপশ্চিমের উপকূল নিউফাউন্ডল্যান্ডে এমন এক মৎস্যসম প্রাণি পাওয়া গেছে যা দেখে অবাক হয়েছে জেলেরা। জেলেদের একজন স্কট ট্যানার বলেছেন, মাছটি যখন প্রথম টেনে তোলা হয় আমরা অবাক হয়ে দেখলাম, মাছটির পাখনা পাখির ডানার মত, চঞ্চু প্রলম্বিত এবং চোখ দুটি নীল। পরে পরীক্ষায় ধরা পড়ে এটি লম্বা নাকের কাইমেরা যেটি গভীর সাগরে কালেভদ্রে ধরা পড়ে।