“ডানাওয়ালা মাছ” পাওয়া গেছে নিউফাউন্ডল্যান্ডে

follow-upnews
0 0

creepy-fish-web

কানাডার সর্বপশ্চিমের উপকূল নিউফাউন্ডল্যান্ডে এমন এক মৎস্যসম প্রাণি পাওয়া গেছে যা দেখে অবাক হয়েছে জেলেরা। জেলেদের একজন স্কট ট্যানার বলেছেন, মাছটি যখন প্রথম টেনে তোলা হয় আমরা অবাক হয়ে দেখলাম, মাছটির পাখনা পাখির ডানার মত, চঞ্চু প্রলম্বিত এবং চোখ দুটি নীল। পরে পরীক্ষায় ধরা পড়ে এটি লম্বা নাকের কাইমেরা যেটি গভীর সাগরে কালেভদ্রে ধরা পড়ে।

Next Post

শেখ হাসিনাকে নির্মলেন্দু গুণ: আমাকে স্বাধীনতা পদক দেননি কেন

বাংলা একাডেমি, একুশে পদকসহ গুরুত্বপূর্ণ সব পুরস্কার পেলেও এখনও রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কবি নির্মলেন্দু গুণ। বৃহস্পতিবার (১০ মার্চ) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি। এতে তিনি অসম্মানিত বোধ করছেন। শুধু তাই-ই নয়, তার ‘সহপাঠিনী’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর […]