জর্জিয়ার একটি শহরের একজন কাউন্সিলর তার জনসেবার নিদর্শন হিসাবে বাসিন্দাদের বিনামূল্যে ট্যাক্সি সেবা দিতে শুরু করেছেন।
গুর্জানি শহর কাউন্সিলের সদস্য যুরাব সেপিয়েশিভিলি প্রতি রবিবার চার ঘণ্টা করে ট্যাক্সি সেবা দেন। তার গাড়িটিকে পুরোপুরি ট্যাক্সি বানিয়ে তিনি বিনামূল্যে শহরের বাসিন্দাদের গন্তব্যে পৌঁছে দেন।
এই তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় টেলিভিশন, গুর্জানি টিভি।
তিনি বলেন, আমি মানুষকে বোঝাতে চাই যে, আমি তাদের একজন সেবক মাত্র, প্রভু নই।
গাড়ির তেলের দামও তিনি নিজের বেতন থেকেই শোধ করেন।
যদিও তিনি লেবার পার্টির একজন সদস্য, কিন্তু তার ট্যাক্সি রাজনীতির বাইরে বলে তিনি জানিয়েছেন। এতে যেকেউ, যেকোনো দলের সমর্থকই উঠতে পারবেন।
তার এই উদ্যোগ জর্জিয়ানদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
অনেক ট্যাক্সিচালক এতে উৎসাহিত হয়ে কিছু কিছু বিনামূল্যের সেবা দিতে শুরু করেছে।