ট্যাক্সি চালিয়ে নাগরিক সেবা দিচ্ছেন কাউন্সিলর

follow-upnews
0 0

জর্জিয়ার একটি শহরের একজন কাউন্সিলর তার জনসেবার নিদর্শন হিসাবে বাসিন্দাদের বিনামূল্যে ট্যাক্সি সেবা দিতে শুরু করেছেন।

গুর্জানি শহর কাউন্সিলের সদস্য যুরাব সেপিয়েশিভিলি প্রতি রবিবার চার ঘণ্টা করে ট্যাক্সি সেবা দেন। তার গাড়িটিকে পুরোপুরি ট্যাক্সি বানিয়ে তিনি বিনামূল্যে শহরের বাসিন্দাদের গন্তব্যে পৌঁছে দেন।

এই তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় টেলিভিশন, গুর্জানি টিভি।

তিনি বলেন, আমি মানুষকে বোঝাতে চাই যে, আমি তাদের একজন সেবক মাত্র, প্রভু নই।

গাড়ির তেলের দামও তিনি নিজের বেতন থেকেই শোধ করেন।

যদিও তিনি লেবার পার্টির একজন সদস্য, কিন্তু তার ট্যাক্সি রাজনীতির বাইরে বলে তিনি জানিয়েছেন। এতে যেকেউ, যেকোনো দলের সমর্থকই উঠতে পারবেন।

তার এই উদ্যোগ জর্জিয়ানদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

অনেক ট্যাক্সিচালক এতে উৎসাহিত হয়ে কিছু কিছু বিনামূল্যের সেবা দিতে শুরু করেছে।

সূত্র : বিবিসি বাংলা150311170222_georgia_councillor_free_taxi_640x360_bbc_nocredit

Next Post

ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি

১. ঢাকা থেকে চট্টগ্রাম অঞ্চলগামী ট্রেনের সময়সূচি * মহানগর প্রভাতী ঢাকা থেকে ছাড়ার সময় : ৭.৪০মি.। পৌঁছানোর সময় : বিমান বন্দর- ৮.০৭ মি.। ভৈরব- ৯.৩৫মি। বি.বাড়ীয়া- ১০.০২মি। আখাউড়া- ১০.৩৯ মি.। কুমিল্লা- ১১.৩২। ফেনী- ১.০১ মি। চট্টগ্রাম- ৩.১৫মি। * সুবর্ণ এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ার সময় : ১৫.০০মি। পৌঁছানোর সময় : ঢাকা […]