মজার ছবি: তুন্তি ম্যাও ও সুবর্ণা

follow-upnews
0 0

বিড়ালের স্মৃতি শক্তি কম। সহজে সে কাউকে চিনে রাখতে পারে না। তবে, বাচ্চা বিড়াল বড় করলে ধিরে-ধিরে সে চিনতে পারে। যেমন, ছবির এই বিড়ালটি তার মালিককে এতটাই চেনে যে মালিকের অনুপস্থিতিতে সে বাসার দরজার কাছে গিয়ে বসে থাকে। দরজায় অন্য কেউ নক করলে ডাকে না, কিন্তু ওর মালিক নক করলে ঠিক-ই বুঝতে পারে।এভাবেই ঘুমায় পোষা বিড়ালটি

দুঃখের বিষয় হচ্ছে, বিড়ালটিকে শেষ পর্যন্ত সঙ্গে রাখা সম্ভব হয়নি।

Next Post

গণজাগরণ ঘরে ঘরে

শুরু হয়েছে গণজাগরণ মঞ্চের নতুন কর্মসূচী ‘গণজাগরণ ঘরে ঘরে’। আজ ২৭মে বিকেল ৪টায় ইমরান এইচ সরকারের নেতৃত্বে ঘোষিত মাসব্যাপী ‘ঘরে ঘরে গণজাগরণ মঞ্চ’ এর কর্মসুচী শুরু হয়েছে শাহবাগ প্রজন্ম চত্বর থেকে। সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ, যুদ্ধাপরাধী ও দেশবিরোধী সংগঠন জামায়াতে ইসলামী এবং তাদের সন্ত্রাসী বাহিনী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ, […]
gonojagoron ghore ghore