Headlines

এ সপ্তাহের সেরা ফেসবুক স্ট্যাটাস

ফলোআপ নিউজ ডেস্ক

আন্দোলন দুপ্রকার একটা পরিবর্তনের জন্য আন্দোলন অন্যটা পরিচিতির জন্য আন্দোলন।

-রুদ্র রুদ্রাক্ষ

কেউ কেউ আমাকে এত অপছন্দ করে!!!! তাদের দেখলে আমার খুব মায়া লাগে ….

-Aoezora Zinnia

নবম শ্রেণির বাংলা বই মাধ্যমিক বাংলা সাহিত্য থেকে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পালামৌ’ ও জ্ঞানদাসের ‘সুখের লাগিয়া’, ভারতচন্দ্রের ‘আমার সন্তান’, লালন শাহের ‘সময় গেলে সাধন হবে না’, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ‘স্বাধীনতা’ ও সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘সাঁকোটা দুলছে’ বাদ দিয়ে যুক্ত করা হয়েছে শাহ মোহাম্মদ সগীরের ‘বন্দনা’, আলাওলের ‘হামদ’, আব্দুল হাকিমের ‘বঙ্গবাণী’, গোলাম মোস্তফার ‘জীবন বিনিময়’ ও কাজী নজরুল ইসলামের ‘উমর-ফারুক’।

অষ্টম শ্রেণির বাংলা দ্রুতপঠন আনন্দপাঠ থেকে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ‘রামায়ণ-কাহিনি’ বাদ দেওয়া হয়েছে।

সপ্তম শ্রেণির বাংলা বই সপ্তবর্ণাতে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ‘লাল ঘোড়া’ বাদ দিয়ে যুক্ত করা হয়েছে হবীবুল্লাহ বাহারের ‘মরু ভাস্কর’।

ষষ্ঠ শ্রেণির দ্রুতপঠন আনন্দপাঠ থেকে শরৎচন্দ্রের ‘লালু’ ও সত্যেন সেনের ‘লাল গরুটা’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলাদেশের হৃদয়’ বাদ দেওয়া হয়েছে।

-শিবু কুমার শীল

In a good friendship, should there be any place for hiding of facts and feelings, any place for hesitations in communication??

-দীপ্রা নাথ

অসংখ্য শব্দের ভিড় চারিদিকে l
অথচ আমি তাদের ধরতে গেলেই শব্দ গুলো মরে গিয়ে টুপটাপ ঝরে পড়ে আমার ই চারিদিকে l
মৃত শব্দ গুলোকে মাড়িয়ে মাড়িয়ে চলে যাই নৈঃশব্দের দিকে l

-Debalina Bhattacharjee

কিছু অজ্ঞতা অহমিকার নিদর্শন ৷

-হাসিনা খাতুন

এবং আমি সবসময়ই নিরীহ শয়তান….

-বিক্রম আদিত্য