খাতার নতুন আরো কয়েকটি প্রকার বাজারে এনেছে Q&C প্রডাক্টাস

follow-upnews
0 0

IMG_6913

IMG_6914 IMG_6910খাতায় কারিকুরি করা যায় কাভার পেজে। কাভার পেজ সুন্দর করার মধ্যে নান্দনীকতার ব্যাপার যেমন রেয়েছে, আবার চাইলে কাভার পেজটিকে শিক্ষামূলক এবং জ্ঞানমূলকও করা যায়। সেই কাজটিই করছে Q&C প্রডাক্টস।  ‘সুলভ মূল্যে সেরা খাতা’ হচ্ছে কম্পানিটির বাণিজ্যিক স্লোগান, পাশাপাশি তাদের একটি আদর্শিক স্লোগানও রয়েছে -যেটিকে সহজে তারা সামনে আনতে চান না। কম্পানিরটির ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, আমরা বাণিজ্যের ছদ্মবেশে ভাল কিছু করতে চাই। এই মুহূর্তে শুধু বাণিজ্যের কথাই বলতে চাই। মানুষ ভাল কথা শুনতে চায় না, মানুষ ভাল কাজ দেখতে চায়। আমরা কাজ করে দেখাতে চাই।

Next Post

বেনামে, ভুয়া নামে এবং কাল্পনিক নামে বই বের করে তাঁরা চালাচ্ছেন

বাংলা ভাষা ও সাহিত্য নামে একটি বই বের করেছে প্রফেসর’স প্রকাশন। মূলত বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষার জন্য তারা এ বইটি বের করেছেন। ৩৫তম বি.সি.এস. পরীক্ষার নতুন মান বন্টন অনুযায়ী বইটি তারা করেছেন অত্যন্ত দ্রুততার সাথে। ৩৫তম বি.সি.এস. এর সার্কুলার হওয়ার কয়েক দিনের মধ্যে তারা বইটি বাজারে এনেছে। মানের দিক থেকে বইটি […]