Headlines

সড়ক দুর্ঘটনার জন্য আসলে দায়ী কে?

সড়ক দুর্ঘটনা ঘটলেই চালকদের দোষ দেওয়া হয়। চালকরা অবশ্যই দায়ী, কিন্তু তারা আসলে কতখানি দায়ী?

১। মালিকরা কী ধরণের গাড়ী চালকদের হাতে তুলে দেয়? গাড়িটি নীরাপদে চালানোর জন্য কতটা উপযুক্ত?

২। একজন মোটরযান চালকের দৈনিক কত ঘণ্টা এবং সপ্তাহে কতদিন গাড়ি চালানো উচৎ? আমাদের দেশের ড্রাইভাররা কত ঘণ্টা গাড়ি চালায়?

৩। মোটরযান চালানো জন্য সড়ক কতটা উন্মুক্ত থাকে? অর্থাৎ, রাস্তাটি অযান্ত্রিক আরো অনেক যানবাহন দ্বারা পরিপূর্ণ থাকে কিনা?

৪। চালকদের জন্য বিনা খরচে সরকারীভাবে কোন ট্রেনিং-এর ব্যবস্থা আছে কিনা?

৫। ড্রাইভিং লাইসেন্স পেতে চালকদের মারাত্মক আর্থিক এবং মানসিক ভোগান্তির শিকার হতে হচ্ছে কিনা?

৬। রাস্তাঘাট ঠিক আছে কিনা? রাস্তার বাঁক, রাস্তার সোলিং, রাস্তার প্রশস্ততা -এ সবকিছুই এক্ষেত্রে বিবেচ্য।

৭। ভুয়া ড্রাইভার লাইসেন্স দেওয়া হচ্ছে কিনা?

৮। এতবড় একটি রিস্কি পেশায় যারা নিয়োজিত এবং আপনার আমার বাঁচা মরা যে চালকদের হাতে তাদের আমরা কতটা সম্মান করি, তাদের জীবনমানই বা কেমন?

৯। পথচারীরা তাদের নিরাপত্তার ব্যাপারে কতটা সজাগ, তারা জোর করে গাড়িতে উঠছে কিনা, তারা ড্রাইভারকে প্ররোচিত করছে কিনা -এরকম অনেক কিছু বিবেচনায় নিতে হবে।

১০। সর্বোপরি জনসংখ্যার ঘনত্ব, আমােদের দেশে যে পরিমাণ লোক রাস্তায় চলাফেরা করে পৃথিবীর অন্য কোন দেশে তা করে না, ফলে দুর্ঘটনা কিছু ঘটা অবশ্যম্ভাবি কিনা সেটাও ভেবে দেখতে হবে।

কয়েকজন চালকের মতামত এখানে দেওয়া হয়েছে :