তোমরা বলো দুর্বৃত্ত, নাম বলো না!

follow-upnews
0 0

তোমরা বলো দুর্বৃত্ত, নাম বলো না!
তোমরা খুনিদের নাম বলো না!!
কেন বলো না?
ভয়ে, বিভ্রান্তিতে, নাকি ভালোবাসায়?
খুন করেছে ওরা,
যারা লালনের ভাস্কর্য ভেঙ্গেছিল,
খুন করেছে ওরা,
যারা ‘৭১ এ খুন করেছিল।
আজকে খুন হয়েছে
রাবি শিক্ষক শফিউল,
গ্যারান্টি কি কালকে খুন হবে না
তোমার ছেলে সিরাজুল?
দুর্বৃত্ত বলো না,
চিহ্নিত খুনিকে দুর্বৃত্ত বলো না তোমরা।
নাম ধরে ডাকো, খুনির নাম ধরে ডাকো;
বিশ্ববাসিকে জানিয়ে দাও খুনি কারা।

Next Post

তৃষ্ণার্থ আমি ।। দিব্যেন্দু দ্বীপ

ভীষণ তৃষ্ণার্থ আমি একটি নায়াগ্রা জলপ্রপাত চুমুক দিতে চেয়েছিলাম। ছদ্মবেশ সে বলল, “আমি সাহারা মরুভূমি”। আমি বললাম, “মরুভূমিতেই আমি তৃষ্ণা মেটাব, খুড়ে খুড়ে তলদেশ থেকে একটি মহাসাগর তুলে আনব।” সে বলল, “তুমি তো অমন ডুবুরি নও, বরং তুমি খালে বিলে যাও।”