তৃষ্ণার্থ আমি ।। দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

ভীষণ তৃষ্ণার্থ আমি

একটি নায়াগ্রা জলপ্রপাত চুমুক দিতে চেয়েছিলাম।

ছদ্মবেশ সে বলল,

“আমি সাহারা মরুভূমি”।

আমি বললাম,

“মরুভূমিতেই আমি তৃষ্ণা মেটাব,

খুড়ে খুড়ে তলদেশ থেকে

একটি মহাসাগর তুলে আনব।”

সে বলল,

“তুমি তো অমন ডুবুরি নও,

বরং তুমি খালে বিলে যাও।”


wilderness-thirst-1024x669

Next Post

বি.সি.এস মডেল টেস্ট : আজকের বিষয় : নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন ও রাজনীতি

১. “শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক। আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক” উক্তিটি কার? ক. সক্রেটিস খ. প্লেটো গ. এরিস্টটল ঘ. ম্যাকইভার ২. কোন গুণ একজন নাগরিককে দক্ষতা ও জ্ঞানের উচ্চমার্গে পৌঁছে দিতে পারে? ক. সামাজিক গুণ খ. অর্থনৈতিক গুণ গ. নৈতিক গুণ ঘ. রাজনৈতিক গুণ […]