আমাদের মুরগীর বাজারগুলো দমবন্ধ করা হয়। নিয়মিত পরিচ্ছন্নতার অভাবে সেখানে দুর্গন্ধে বেশিক্ষণ দাঁড়ানো যায় না।
পরিচ্ছন্নতা এবং ব্যবস্থাপনার কাজটি বাজার পরিচালনকারীদের হলেও তারা সে কাজটি নিয়মিত করে বলে মনে হয় না।
আবার বিক্রেতারাও সচেতন নয়।
ক্রেতা হিসেবে আমরা তো সামান্য সময় থেকে কিনে নিয়ে চলে আসি।
কিন্তু যারা এ ধরনের পরিবেশে সারাক্ষণ থেকে কাজ করছে তাদের কথা ভাবি!
এই শিশুটি অবশ্য অনেক মুরগী দেখে খুব আনন্দিত। ও খেলছে মুরগীগুলোর সাথে।
#ছবিটি পুরোন ঢাকার সূত্রাপুর কাঁচাবাজার থেকে তোলা।