এক দিনের ভ্রমণ-আড্ডা (৩১/৩/২০১৭) : ঢাকা-মুন্সিগঞ্জ-শ্রীনগর-ঢাকা

সকাল-সন্ধ্যা ভ্রমণ : আমরা ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাচ্ছি আগামী শুক্রবার (৩১/৩/২০১৭)।


সম্ভাব্য গন্তব্য-

 

 

 

 

 

 

 

 

১। ইদ্রাকপুর কেল্লা :
ইদ্রাকপুর কেল্লা মুন্সীগন্জ শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মোঘল স্থাপত্য। বাংলার সুবাদার ও সেনাপতি মীর জুমলা ১৬৬০ খ্রীস্টাব্দে বর্তমানে মুন্সীগন্জ জেলা সদরে ইছামতি নদীর পশ্চিম তীরে ইদ্রাকপুর নামক স্থানে এই দুর্গটি নির্মান করেন। তৎকালীন মগ জলদস্যু ও পর্তুগিজ আক্রমণের হাত থেকে ঢাকা ও নারায়নগন্জ সহ সমগ্র এলাকাকে রক্ষা করার জন্য এই দুর্গটি নির্মাণ করা হয়েছিল বলে জানা যায়।
উল্লেখ্য, মোঘল শাসনামলে মুন্সিগঞ্জ এর নাম ছিলো ইদ্রাকপুর ।

 

 

 

 

 

২। অতীশ দীপঙ্করের পৈত্রিক ভিটা :
আজ থেকে প্রায় ১ হাজার বৎসর পূর্বে ৯৮২ সালে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর মুন্সীগঞ্জ শহর থেকে মাত্র ৪ মাইল পশ্চিম/দক্ষিণ কোনে বজ্রযোগিনী গ্রামের পন্ডিত ভিটায় জন্মগ্রহণ করেন। অতীশ দীপঙ্করের বাসভবনটিই এখন পন্ডিতের ভিটা হিসাবে খ্যাত।

 

৩. ভাগ্যকুল জমিদার বাড়ি

অবস্থান : শ্রীনগর, ভাগ্যকুল।

এছাড়াও আমরা যাব-
জগদীশ চন্দ্র বসুর জন্মস্থান, রাজা শ্রীনাথের বাড়ি, রামপালে বাবা আদমের মসজিদ, হাসারার দরগা, সোনারং জোড়া মন্দির, পদ্মার চর, রাজা বল্লাল সেন ও হরিশচন্দ্রের দীঘি, শ্যামসিদ্ধির মঠ, শুলপুরের গির্জা, মেঘনা ভিলেজ টুরিস্ট গার্ডেন।

 

 

 

 

 

 

মুন্সিগঞ্জে অনেক ফ্যাক্টরি রয়েছে। যেমন-
২। সিমেন্ট ফ্যাক্টরী -১১টি

৩। লবন ফ্যাক্টরী -৩টি

৪। কাগজ ফ্যাক্টরী -৩টি

৫। টিস্যু -১টি(বসুন্ধরা)

৬। জাহাজ নির্মাণ শিল্প-৬টি

৭। ম্যাচ ফ্যাক্টরী -৩টি

এগুলো ঘুরে দেখা যায়।

 

 

 

 

 

এছাড়া সম্প্রতি মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরামপুর গ্রামে মাটির নিচে চাপা পড়ে থাকা হাজার বছরের পুরনো বৌদ্ধ বিহারের সন্ধান মিলেছে। প্রত্নসম্পদ ও ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে চালানো খনন কাজের মাধ্যমে এ বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়। সেখানেও আমরা যেতে চাই।

ফি : ১০০০/-
যোগাযোগ : ০১৭৯ ৪৯১৩৫৮৪
টাকা পাঠাতে হবে ঊনত্রিশ তারিখ রাত আটটার মধ্যে।

যাতায়াত : ঢাকা থেকে রিজার্ভ মাইক্রোবাস নিয়ে আমরা যাব।

খাবার : সকালের নাস্তা + দুপুরের খাবার + বিকালের নাস্তা

আসার সময় খরচ হিসেব করা হবে, টাকা বাঁচলে ফেরৎ পাবেন।

আয়োজনে : VB

মিডিয়া পার্টনার : ফলোআপনিউজ.কম