আমি ইফতার ও রোজার বিপক্ষে নই, ঐ উন্মত্ত বিকারের বিপক্ষে

ক্ষুধার্ত মানুষ

গতকাল অফিসার্স ক্লাবে ইফতার আয়োজন ছিল। যেহেতু সরকারের দায়িত্বশীল পদে আছি তাই ইফতার পার্টিতে যাওয়া আমার কর্তব্যের অংশ। ওখানে ছিল বিশাল আয়োজন। সকলের খাওয়ার পরও ছিল অনেক উদ্বৃত্ত। মনে হলো অপচয়। সীমাহীন। ক্ষমাহীন। (একান্ত ব্যক্তিগত মত) এরপর দেখলাম ক্ষুধার্ত গৃহহীন মানুষের এই জীবন সংগ্রাম। এই রমজান মাসেই দুই বিপরীত চিত্র।আমি সংক্ষুব্দ।কোনো একজন আইনজীবী যদি ইফতার পার্টি নামের এ অপচয় ও অপরাধ বন্ধের দাবিতে রিট করতেন। যদি এ বিলাস ভোজনের প্রতিযোগিতামূলক মানস বিকার বন্ধের আদেশ সরকার দিতেন! সিদ্ধান্ত নিলাম আর কোনোদিন ঐসব ইফতার পার্টিতে যাব না।


Ratan Siddique ফেসবুক স্ট্যাটাস