আমি ইফতার ও রোজার বিপক্ষে নই, ঐ উন্মত্ত বিকারের বিপক্ষে

follow-upnews
0 0

গতকাল অফিসার্স ক্লাবে ইফতার আয়োজন ছিল। যেহেতু সরকারের দায়িত্বশীল পদে আছি তাই ইফতার পার্টিতে যাওয়া আমার কর্তব্যের অংশ। ওখানে ছিল বিশাল আয়োজন। সকলের খাওয়ার পরও ছিল অনেক উদ্বৃত্ত। মনে হলো অপচয়। সীমাহীন। ক্ষমাহীন। (একান্ত ব্যক্তিগত মত) এরপর দেখলাম ক্ষুধার্ত গৃহহীন মানুষের এই জীবন সংগ্রাম। এই রমজান মাসেই দুই বিপরীত চিত্র।আমি সংক্ষুব্দ।কোনো একজন আইনজীবী যদি ইফতার পার্টি নামের এ অপচয় ও অপরাধ বন্ধের দাবিতে রিট করতেন। যদি এ বিলাস ভোজনের প্রতিযোগিতামূলক মানস বিকার বন্ধের আদেশ সরকার দিতেন! সিদ্ধান্ত নিলাম আর কোনোদিন ঐসব ইফতার পার্টিতে যাব না।


Ratan Siddique ফেসবুক স্ট্যাটাস

Next Post

ইংরেজি সাহিত্য: গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা (প্রথম পর্ব)

কিছু বই রয়েছে যা ইংরেজি সাহিত্য না হলেও ইংরেজি ভাষাতেই সারা পৃথিবীতে প্রধানত পঠিত হয়ে থাকে সে হিসেবে সেগুলোও ইংরেজি সাহিত্যের মর্যাদা পায়। তাই এখানে আলোচিত একশোটি বইয়ের মধ্যে মাঝে মাঝে এমন কিছু বইও আসবে যার মূল পাণ্ডুলিপিটি ইংরেজিতে লেখা হয়েছিল না। তাছাড়া আদীতে ইংরেজি ভাষাটি এতটা পোক্তও ছিল না, […]
Oedipus the King by Oedipus the King

এগুলো পড়তে পারেন