“গার্মেন্টস শ্রমিকের রক্ত ডিঙ্গিয়ে ঈদ আনন্দ”

follow-upnews
0 0

তাহেরা বেগম জলি গার্মেন্টস

গার্মেন্টস কারখনার অস্তিত্বই থাকবে না,আমাদের মেয়েরা না থাকলে। এই কারখানার মালিকরা একটা বেবিট্যাক্সিতে চড়ে যাত্রা শুরু করে। আমাদের নারীশক্তির উপর ভর করে ছেলে বৌ সহ নিজে ভিন্ন ভিন্ন গাড়িতে চড়ে দুনিয়া চষে বেড়ায়।

আর যে মেয়েগুলি খেয়ে না খেয়ে দাঁড় করিয়ে দিলো ব্যবসাটা, তাকে জীবন্ত দাসে পরিণত করে,তার বাঁচার অধিকারটুকু নিয়েও ষড়যন্ত্র শুরু করে দেয়।

সারা বছর মেয়েগুলো দিনরাত্রি খেটে পোসাক তৈরি করে। আর প্রতি বছর ঈদ এলে এদের টাকা মেরে দিয়ে মালিক নামের গোষ্ঠী পালিয়ে বেড়ায়।

আর পুলিশের সঙ্গে মেয়েগুলোর শুরু হয় রাজপথের যুদ্ধ। যাদের তৈরি করা টাকায় মালিক বেবিট্যাক্সি থেকে চড়ে বসলো বিলাসবহুল গাড়িতে, প্রতি বছর তাদেরই রক্তে মালিক যেন গোসল করে ওঠে।

তারপরেও মালিক মানুষ!!!


তাহেরা বেগম জলি

Next Post

কাহারোলে কিশোর ধন্যরামকে পিটিয়ে হত্যা

দিনাজপুরের কাহারোল উপজেলার বিরলী গ্রামের ধন্যরাম রায় (১৬) নামে এক কিশোরকে মর্মান্তিকভাবে পিটিয়ে অন্ডকোষ নষ্ট করে হত্যা করা হয়, এরপর লাশ ভুট্রা ক্ষেতে ফেলে রেখে হত্যাকারীরা চলে যায়। অভিযোগ হচ্ছে, এই হত্যাকান্ডের সাথে জড়িত রয়েছে তারাপুর গ্রামের ফজলের ৪ ছেলে শাহজাহান, আবুল কালাম, জব্বার ও আবুল বাশার সহ তাজুল ইসলাম […]
ধন্যরামকে পিটিয়ে হত্যা