জেলা পরিষদের কার্যপরিধি সম্পর্কে শেখ কামরুজ্জামান টুকু

জেলা পরিষদ, বাগেরহাট

জেলা পরিষদ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার সর্ববৃহৎ একক, এটি রাষ্ট্রে বিদ্যমান তিন ধরনের স্থানীয় সরকার ব্যবস্থার সর্বোচ্চ পর্যায় জেলা পর্যায়ে কাজ করে। এর প্রধান হলেন জেলা পরিষদ চেয়ারম্যান।

একজন চেয়ারম্যান, পনের জন সদস্য এবং সংরক্ষিত আসনের ৫ জন মহিলা সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। জেলা পরিষদের মেয়াদকাল পাঁচ বছর। জেলা পরিষদের নির্বাহী একজন প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি সরকারের উপ সচিব পদমর্যাদার হয়ে থাকেন।

জেলা পরিষদ আবশ্যিক যে কাজগুলো করে থাকে:

  • জেলার সকল উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা।
  • সাধারণ পাঠাগারের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ।
  • জনপথ, কালভার্ট ও ব্রিজ নির্মাণ, রক্সণাবেক্ষণ ও উন্নয়ন।
  • রাস্তার পাশে বৃক্ষপরোপণ ও রক্ষণাবেক্ষণ
  • উপজেলা ও পৌরসভাকে সহায়তা, সহযোগিতা এবং উৎসাহ প্রদান।
  • সরকার কর্তৃক অর্পিত উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন।

ততকালীন এবং বর্তমান জেলা পরিষদ নিয়ে বলছেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু: