ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো কেন কোচিং সেন্টারের বিজ্ঞাপনে ব্যবহৃত হবে?

follow-upnews
0 0

‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামটি ব্যবহারের সবচেয়ে বাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত হওয়া শিক্ষক জনাব সাইফুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে তিনি কোচিং সেন্টারটি দাঁড়া করিয়েছেন। এখনো বিশ্রিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম তিনি ব্যবহার করে থাকেন। গত ৫ এ্রপ্রিল ২০১৫ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় কোচিং সেন্টারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে বিজ্ঞাপন দিয়েছেন। এটি তারা কীভাবে করেন? বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অবমাননাকর নয় কি?
x2015_05_05_17_12_b.jpg.pagespeed.ic.IhHpqNaFjc


x2015_05_05_17_12_b.jpg.pagespeed.ic.IhHpqNaFjc

Next Post

নিবন্ধনে পাশ করলেই চাকরি

এরপর আর স্কুল কলেজে গিয়ে ম্যানেজিং কমিটির ধন্না ধরতে হবে না। শূন্য পদ থাকলে নিবন্ধিত প্রার্থীকে তারা নিয়োগ দিতে বাধ্য। বিষয়টি নিশ্চিত করতে এনটিআরসিএ স্কুল কলজের নিবন্ধন পরীক্ষা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এনেছে। এখন থেকে (দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে) দুই ধাপে নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বিসিএস পরীক্ষার আদলে একশো […]