জীবনের জন্য প্রশ্ন

follow-upnews
0 0

১। ঈশ্বর কী, কেমন?

২। ঈশ্বর নারী, নাকি পুরুষ?

৩। ঈশ্বর কি পারিবারিক মানুষ, নাকি ভবঘুরে ধরনের মানুষ?

৪। ঈশ্বর কত প্রকার ও কী কী?

৫। ঈশ্বরের সামাজিক এবং অর্থনৈতিক গুরুত্ব উদাহরণ সহকারে আলোচনা করো, করবে?

৬। ঈশ্বর কি বাটপাড়দের জন্য, না ভালোমানুষদের জন্য, নাকি শুধু অসহায়দের জন্য?

৭। যেহেতু অসহায় এবং নিরন্ন মানুষেরা ঈশ্বরে আশ্রয় পাবে বলে ধরে নেওয়া হয়েছে, তাহলে ঈশ্বর তত্ত্ব সরাসরি সাম্যবাদের সাথে সাংঘর্ষিক কিনা?

৮। আমাদের দেশের ধড়িবাজ বামেরা বলে বাম রাজনীতির সাথে ঈশ্বর তত্ত্বের কোনো বিরোধ নেই। কেন বলে ওরা এটা?

৯। অসহায় মানুষ ঠিক কীভাবে ঈশ্বরে আশ্রয় পায়?

১০। ঈশ্বর না থাকলে মানুষ কি আরো অস্থির হয়ে পড়বে, নাকি সত্য মেনে শান্ত থাকার প্রকৃত উপায় খুঁজে পাবে?

১১। ঈশ্বর কি একটি ডেড এন্ড বা কানাগলির মতো, মানে মানুষ তার নিজের মুক্তির সন্ধান করতে পারছে না ‘ঈশ্বর’ নামক একক কোনো সত্তা ‘আছে’ ভাবছে বলে?

১২। ধর্মের সাথে ঈশ্বর থাকা না থাকার সম্পর্ক কী?

১৩। ঈশ্বর তত্ত্ব এবং নীরিশ্বর তত্ত্ব —কোনোটি কি আপনি বোঝেন নাকি খালি হাউখাউ করেন?

১৪। ধর্ম ব্যবসায়ী বলতে কী বুঝায়?

১৫। “মৃত্যুর পর কিছু নেই” ভাবতে আপনার কেমন লাগে?

১৬। যে যত লোভী এবং স্বার্থপর সে তত বেশি সাম্প্রদায়ীক, কথাটা কি সত্য?

১৭। প্যান ইসলামিজমই কি প্যান খ্রিস্টিয়ানিজমকে উস্কে দিয়েছিল, যেটি সম্রাজ্যবাদ পর্ব শেষ করে এখন নব্য সম্রাজ্যবাদে রূপ লাভ করেছে?

১৮। আরো কয়েকটা নতুন ধর্ম আনলে কেমন হয়? আপনি কেমন একটি ধর্মের স্বপ্ন দেখেন?

১৯। নতুন আরেকটা ধর্ম কেউ অফার করলে আপনি তাতে যোগ দেবেন?

২০। “আজ থেকে পৃথিবীতে আর কোনো ধর্ম নেই” ভাবতে আপনার কেমন লাগছে?

২১। ধর্ম থাকা না থাকার সাথে ঈশ্বর থাকা না থাকার আদৌ কি কোনো সম্পর্ক আছে?

২২। আমাদের শক্তি যেখানে শেষ হয়, সেখানেই তো ঈশ্বর, নাকি?

২৩। অসীমে শূন্যে কল্পিত যা কিছু একাকার হয়ে আছে তাই তো ঈশ্বর, নাকি?

২৪। চিন্তা করে দেখেছেন কখনো— শাস্ত্রীয় ঈশ্বর কিন্তু একজন অতিকায় পুরুষ, কী বলেন? চিন্তা করতে গেলে তেমন একটি রূপ আপনার মাথায় আসে না?

২৫। শেষ প্রশ্ন— বর্তমান পৃথিবীতে কোন দেশগুলোতে এরকম অতিকায় পুুরুষ ঈশ্বরের দাপট আর নেই?

কুইজে অংশ গ্রহণ করার জন্য ধন্যবাদ।


নিঝুম জ্যোতি

আপনিও প্রশ্ন বা উত্তর পাঠাতে পারেন। ছাপা হবে ফলোআপনিউজে। পাবেন পুুরস্কার।

 

Next Post

৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ তালগাছ লাগাবে বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদক (স্বর্ণ) প্রাপ্ত কৃষক দম্পতি সিদ্দিকুর রহমান ময়েজ ও বেলি বেগম

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ তালগাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদক (স্বর্ণ) প্রাপ্ত কৃষক দম্পতি সিদ্দিকুর রহমান ময়েজ ও বেলি বেগম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এ সংক্রান্ত লিখিত আবেদন পাওয়ার পর এ উদ্যোগে স্বাগত জানিয়েছেন। চারা রোপণের উদ্বোধন করতে মৌখিক সম্মতিও জ্ঞাপন করেছেন তিনি। […]
কৃষক দম্পতি