Headlines

প্রতিবাদী যুবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ

ব্যারিস্টার সাইয়েদ্যুল হক সুমন

অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা যুবকদের ধর্ম। পূর্বে অন্যায়-অবিচারের বিরুদ্ধে যুবকরা মিছিল-মিটিং করে ক্ষোভ প্রকাশ করতো। মিডিয়া ও প্রযুক্তির কারণে বহু কিছু দ্রুত পাল্টে যাচ্ছে। এখনকার যুবক-যুবতীরা ফেসবুকে তাদের ক্ষোভ প্রকাশ করে তারুণ্যের দায় শোধ করছে। এ ক্ষেত্রেও তারা কৌশল নিতে পারেন। যেমন, ব্যারিস্টার সায়েদুুল হক সুমন বিভিন্ন অনিয়মের ঘটনা সকলের দৃষ্টিগোচরের জন্য লাইভ প্রচার করছেন। অনুরূপভাবে সকলে যদি যার যার অবস্থান থেকে লাইভ প্রচার শুরু করে, তাহলে সমাজ পরিবর্তনের রাজনীতি বহুদুর এগিয়ে যাবে তা নিশ্চিত করে বলা যায়। বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ করছি।

মোশাররফ হোসেন মুসা