প্রতিবাদী যুবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ

follow-upnews
0 0

অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা যুবকদের ধর্ম। পূর্বে অন্যায়-অবিচারের বিরুদ্ধে যুবকরা মিছিল-মিটিং করে ক্ষোভ প্রকাশ করতো। মিডিয়া ও প্রযুক্তির কারণে বহু কিছু দ্রুত পাল্টে যাচ্ছে। এখনকার যুবক-যুবতীরা ফেসবুকে তাদের ক্ষোভ প্রকাশ করে তারুণ্যের দায় শোধ করছে। এ ক্ষেত্রেও তারা কৌশল নিতে পারেন। যেমন, ব্যারিস্টার সায়েদুুল হক সুমন বিভিন্ন অনিয়মের ঘটনা সকলের দৃষ্টিগোচরের জন্য লাইভ প্রচার করছেন। অনুরূপভাবে সকলে যদি যার যার অবস্থান থেকে লাইভ প্রচার শুরু করে, তাহলে সমাজ পরিবর্তনের রাজনীতি বহুদুর এগিয়ে যাবে তা নিশ্চিত করে বলা যায়। বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ করছি।

মোশাররফ হোসেন মুসা

Next Post

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ

বিশ্বকাপের কোনো ম্যাচে এত রান তাড়া করে জেতার রেকর্ডই যেখানে খুব বেশি নেই, সেখানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের করা ৩২১ রান টপকাতে খেলেছে মাত্র ৪১ ওভার ৩ বল, উইকেট খুইয়েছে মাত্র ৩টি। যেকোনো বিবেচনায় এটি বিশাল এক জয়। সবচে বড় কথা হচ্ছে পুরো খেলার (বাংলাদেশ যখন ব্যাটিং করে) কখনো মনে হয়নি […]
Bangladesh won by 7 wickets