ঈশান সরকারের বাড়িতে ঈশান গোপালপুর গণহত্যা দিবসটি পালিত হয়েছে

follow-upnews
0 0

২ মে ঈশান গোপালপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে ঈশান গোপালপুর জমিদার বাড়িতে এক নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত করে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহযোগিতায়। ২৮ জন নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। দিবসটি উপলক্ষে গীতাপাঠ, নীরবতা পালন, পুঁথিপাঠ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। শহীদ পরিবার ও ঈশান পরিবারের সদস্যদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর শহীদস্মৃতি সংরক্ষণ কমিটির সদস্য সচিব উৎপল সরকার সাগর, যুগ্ন আহ্বায়ক নূর মোহাম্মদ, জাকারিয়া মাতুব্বর, জমিদার ঈশান চন্দ্র সরকারের পঞ্চম প্রজন্ম উজ্জ্বল সরকার লোটন, বীর মুক্তিযোদ্ধা মোহন ফকির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোবিন্দ বাগচি মৃন্ময়, ডাঃ নিলয় বিশ্বাস, শহীদ পরিবারের সন্তান ক্ষিতিশ বিশ্বাস ও এলাকাবাসী।

সাগর সরকার

https://www.facebook.com/100030580113250/videos/pcb.513445683018098/513440076351992

ঈশান গোপালপুর গণহত্যা: নৃশংসভাবে হত্যা করা হয়েছিল ২৮ জন নিরীহ মানুষকে // বীনা সাজ্জাদ লক্ষ্মী

ঈশান গোপালপুরের গণহত্যা // কাজী সাজ্জাদ আলী জহির

Next Post

শাহরিয়ার কবিরের ভার্চুয়াল উপস্থিতিতে বীরাঙ্গনা চারু বালাকে নির্মূল কমিটির অর্থ সহায়তা প্রদান

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির এবং সাধারণ সম্পাদক কাজী মুকুলের ভার্চুয়াল উপস্থিতিতে বীরাঙ্গনা চার বালা-কে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। ৯ মে (২০২১) বিকাল ৩ টায় ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে বীরাঙ্গনা ও শহীদজায়াদের নিয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সভা থেকে […]