নিকারীপাড়া গণহত্যার ভুক্তভোগী রিক্সাচালক ফজর শেখ পালন করলেন বিজয় দিবস

নিকারীপাড়া

২৪ এপ্রিল বাগেরহাটে ঢোকার পথে নিকারী পাড়ায় গণহত্যা চালায় পাকিস্তানী হানাদার বাহিনী। অন্যান্যদের (মানিক শেখ, মান্দার শেখ, সোনাউল্লাহ) সাথে হত্যা করা হয় গর্ভবতী নারী বড়ু বিবিকেও। বাড়ির মধ্যেই একটি জায়গায় তাদের কবর দেওয়া হয়।নিকারীপাড়া

পাকিস্তানী বাহিনী কিছুদূর এগিয়ে হত্যা করে কাড়াপাড়া গ্রামের শুরুতে অবস্থিত নিকারীপাড়ায় হত্যাকাণ্ড সংগঠিত করে। অন্যান্যদের সাথে হত্যা করা হয় গর্ভবতী নারী বড়ু বিবিকে।
এদিন পাকিস্তানী বাহিনী ভুল করে এই গ্রামে তাদের পক্ষের কিছু লোককে হত্যা করেছিল। কাড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাড়িটির মালিক ছিল শেখ আজিজুল হক। পাকিস্তানী বাহিনী আসছে শুনে আনন্দে তারা পাকিস্তানী পতাকায় গুলি করে আনন্দ প্রকাশ করে ছিলেন। এই গুলির শব্দ শুনে এসে পাকিস্তানী বাহিনী এসে তাদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে হত্যা করে শেখ আজিজুল হক, এবং তার ভগ্নিপতি এসএম ইসমাইল হোসেন সহ পাঁচজনকে। শেখ আজিজুল হক ছিলেন পাকিস্তানের সাবেক শিক্ষামন্ত্রী আমজাদ হোসের পিতা এসএম কাড়াপাড়া গ্রামের আজিজুল হকদের বাড়িতে হত্যাকাণ্ড সংগঠিত করার পর রাস্তার দুইপাশে গুলি করতে করতে অগ্রসর হতে থাকে। এতে ঐ গ্রামের শতাধিক মানুষ মারা যান।