কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য বাতায়নে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে রিটায়ার্ড ডাক্তারের নাম!

follow-upnews
0 0

বাগেরহাট জেলার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি তথ্য বাতায়নে তথ্য প্রদানকারী কর্মকর্তা হিসেবে যার নাম রয়েছে তিনি আর এ হাসপাতালে কর্মরত নয় বলে জানালেন। ডাঃ শিকদার আলী আকবর নামের ৮ম বিসিএস-এর এ কর্মকর্তা জানালেন সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে চাকরি করে তিনি এখন অবসরে। কেন তার নামটি এখনও তথ্য প্রদানকারী কর্মকর্তা হিসেবে কচুয়া উপজেলার সরকারি ওয়েব পোর্টালে রয়েছে, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
কচুয়া

Next Post

নিকারীপাড়া গণহত্যার ভুক্তভোগী রিক্সাচালক ফজর শেখ পালন করলেন বিজয় দিবস

২৪ এপ্রিল বাগেরহাটে ঢোকার পথে নিকারী পাড়ায় গণহত্যা চালায় পাকিস্তানী হানাদার বাহিনী। অন্যান্যদের (মানিক শেখ, মান্দার শেখ, সোনাউল্লাহ) সাথে হত্যা করা হয় গর্ভবতী নারী বড়ু বিবিকেও। বাড়ির মধ্যেই একটি জায়গায় তাদের কবর দেওয়া হয়। পাকিস্তানী বাহিনী কিছুদূর এগিয়ে হত্যা করে কাড়াপাড়া গ্রামের শুরুতে অবস্থিত নিকারীপাড়ায় হত্যাকাণ্ড সংগঠিত করে। অন্যান্যদের সাথে […]
নিকারীপাড়া

এগুলো পড়তে পারেন