Headlines

মালাকারটোলা গণহত্যা: পড়তে পারেন এ বইটি, এবং এরকম বইগুলো

মুনতাসীর মামুন

পুরান ঢাকার সূত্রাপুর থানার মালাকারটোলা মহল্লার মালাকারটোলা গণহত্যা নিয়ে গণহত্যা-নির্যাতন নির্ঘণ্ট গ্রন্থমালার এই গ্রন্থটি রচিত। একাত্তরের ২৭মার্চ কারা, কীভাবে সেই ঘৃণ্যতম গণহত্যা সংঘটিত করেছিল নির্যাতিত, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর ভাষ্য থেকে তা জানা যাবে; জানা যাবে শহীদদের নাম-পরিচয়, বীরঙ্গনা ও নির্যাতিতদের পরিচয় এবং বধ্যভূমি সংরক্ষণের প্রয়াস ও বর্তমান অবস্থা। এ যেন মুক্তিযুদ্ধের মহাকাব্যের কয়েকটি রক্তভেজা পাতা, শহীদদের আত্মদানের অশ্রুমাখা গাথা— সর্বোপরি মুক্তিসংগ্রামের মর্মস্তুদ কাহিনী। গ্রন্থটি রচনা করেছেন দিব্যেন্দু দ্বীপ। গণহত্যা জাদুঘরের পৃষ্ঠপোষকতায় বইটি প্রকাশ করেছে সুবর্ণ প্রকাশ।