রাজাকার বাহিনী আমার আট মাস বয়সে বাবা এবং কাকাকে মেরে ফেলে // অরুণ রায়

follow-upnews
0 0

১৯৭১ সালের ২৩ মে মোংলার দামেরখণ্ডে বাগেরহাটের কুখ্যাত রাজাকার রজ্জব আলী ফকিরের নেতৃত্বে এবং স্থানীয় রাজাকারদের সহায়তায় শতাধিক মানুষকে হত্যা করা হয়। এই হত্যাযজ্ঞের সময় নারীদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালানো হয়। এদিন অনেকের সাথে আমার বাবা এবং কাকাকে হত্যা করা হয়। আমি তখন অনেক ছোট, একেবারেই দুধের শিশু। মায়ের কাছ থেকে নিষ্ঠুর এ হত্যাকাণ্ডের গল্প আমি শুনেছি। আমার বাবা এবং কাকাকে হত্যা করার পর আমার মা খুব কষ্ট করেছেন। পরিবারের দু’জন উপার্জনক্ষম ব্যক্তিকে মেরে ফেললে সেই পরিবারটা আর চলতে পারে? আমার মা আমাকে ধুকে ধুকে বড় করেছেন। আমাকে পড়াশুনা করাতে পারেননি। খুব কষ্টে আমাদের জীবন কেটেছে। শহীদ পরিবার হিসেবে আমাদের স্বীকৃতি নেই, সরকার থেকে কোনো সহযোগিতা আমরা পাইনি। যারা এতবড় একটি হত্যাকাণ্ড ঘটালো তাদের বিচার হয়নি। এসব রাজাকারদের মানুষ চেনে না, এখনো তাদের অনেকে বেঁচে আছে। অনেকের সন্তানেরা আজ রাজনীতি করছে, চোখ রাঙ্গায়ে বেড়াচ্ছে। এসব দেখে আমার খুব কষ্ট লাগে।


অরুণ রায়, শহীদ সন্তান

মোংলা

Next Post

ইউএস বাংলা এখন আতঙ্কের বাহন!

ফ্লাইট ছাড়ার আগে দেখা গেল ফ্লাইটের ওয়েদার রাডার কাজ করছে না। ঠিক করার জন্য বলা হলো তখন অফিস থেকে হচ্ছে হবে করা শুরু হয়। কিছুক্ষণ পর কর্তৃপক্ষের একজন ফোন করে বলছেন, স্পেয়ার নেই বা এটা এখন ঠিক করতে গেলে ফ্লাইটের টাইম এলোমেলো হয়ে যাবে। এভাবেই চালিয়ে যেতে হবে। এভাবেই বাধ্য […]
ঢাকা-চেন্নাই