গ্রামার শিখে ভাষা শেখা যায় না

ভাষা শিক্ষাটা খুব বেশি ভুল পথে পরিচালিত হচ্ছে। নানান ধরনের গ্রামার অহেতুক আমরা শিখছি। আদৌ কি এগুলো শেখার দরকার আছে, বা এভাবে শেখার দরকার আছে? সেই ছোটবেলা থেকে এগুলো শিখছি, কিন্তু ভাষাটা শেখা হচ্ছে না। বিশ বছর ধরেও একটা ভাষা শেখা যাচ্ছে না, বিষ্ময়করই বটে! অথচ মাতৃভাষা শিখতে লেগেছে মাত্র তিন বছর। এর কারণ হচ্ছে, ভাষার ব্যবহারীক গুরুত্ব উপলব্ধি না করে, শুধু পরীক্ষার উপর গুরুত্ব দেওয়া। ভাষা শেখার জন্য প্রয়োজন নির্দিষ্ট ভাষার শব্দ এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারা। তাহলে প্রথমে কেন আমরা নানান ধরনের গ্রামার শিখছি? প্রথমে শিখতে হবে শব্দ, এরপর শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। বাক্য গঠনের উপায়টা জানতে হবে, পাশাপাশি অবচেতনেও শিখতে হবে, অর্থাৎ যে ভাষাটা শিখতে চাই সে ভাষায় মুভি দেখতে হবে, গান শুনতে হবে, বই পড়তে হবে ইত্যাদি। বাক্য গঠন করতে কী লাগে? বাক্যে শব্দের অবস্থান বুঝতে হবে, সেটি বোঝার জন্য পার্টস অব স্পিচ বুঝতে হবে, বক্তব্যটা কোন সময়কে কেন্দ্র করে সেটি নিশ্চিত করতে হবে টেন্স দিয়ে। অর্থাৎ গ্রামার প্রয়োজন হবে ভাষা ব্যবহার করার সাথে সাথে, অর্থাৎ আগে ভাষাটি ব্যবহার করতে হবে, তারপর প্রয়োজনমত গ্রামার শিখতে হবে, তাহলে প্রয়োগ করা সম্ভব হবে, এবং পাঁচ বছরের মধ্যে চমৎকারভাপবে ভাষাটি আয়ত্তে চলে আসবে।