খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্য থেকে কোনো শিক্ষক নেই!

follow-upnews
0 0

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে মোট শিক্ষক রয়েছেন ২৩ জন। এর মধ্যে তিন জন শিক্ষক আছেন শিক্ষা ছুটিতে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে- খুলনা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্য থেকে কোনো শিক্ষক আজ পর্যন্ত নিয়োগ পাননি।

খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি দক্ষিণাঞ্চলীয় শহর খুলনাতে অবস্থিত। ১৯৮৭ সালের ৪ জানুয়ারি গেজেটে খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয়। তবে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯৯১ সালের ২৫ নভেম্বর।

Next Post

এস এম কাইয়ুম-এর তিনটি কবিতা

এক-অদ্বিতীয় জীবনের গাণিতিক পাঠে গরমিলে জিওমেট্রি— সম্পাদ্য-উপপাদ্যের উপমেয় মেলাই।   চোখ বন্ধ করলে ঈশ্বর হয়ে উঠি মাতৃগর্ভের মতো গভীর অন্ধকার-প্রতিবেশ— এককে এক দেখি; আলোর বিভ্রম স্পর্শ করে না শাগালের চিত্রের সমস্ত চরিত্র কথা বলে ওঠে, ‘হে মহামান্য! আমিই আপনি।’   রঙে রঙ মিশে হারায় বর্ণ ভাবালু বাতাস রেখাগুলো মুছে দেয় […]

এগুলো পড়তে পারেন