ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা : বাংলা প্রশ্নোত্তর (খ ইউনিট) ২০১৪-২০১৫

ABCD-English for Admission Test

ঢাকা বিশ্ববিদ্যালয় ভতি পরীক্ষার প্রশ্নগুলোর মধ্যে এক ধরনের ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। এদিক থেকে ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলা এবং ইংরেজি প্রশ্নের ক্ষেত্রে একই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার প্রবণতা রয়েছে। বিগত বছরের প্রশ্ন ভালো করে বিশ্লেষণ করে পড়লে ভর্তি পরীক্ষার প্রস্তুতি অনেকখানি হয়ে যায়।

∇ নিচের অনুচ্ছেদটি পাঠ কর এবং প্রথম পাঁচটি প্রশ্নের উত্তর দাও :
বাড়িটি তারা দখল করেছে। অবশ্য লড়াই না করেই; তাদের সামরিক শক্তি অনুমান করে বাড়ির মালিক যে পৃষ্ঠপ্রদর্শন করেছিল, তা নয়। দেশভঙ্গের হুজুগে এ শহরে এসে তারা যেমন তেমন একটা ডেরার সন্ধানে উদয়াস্ত ঘুরছে, তখন একদিন দেখতে পায় বাড়িটা। সদর দরজায় মস্ত তালা, কিন্তু সামান্য পর্যবেণের পর বুঝতে পারে বাড়িতে জনমানব নাই এবং তার মালিক দেশপলাতক। পরিত্যক্ত বাড়ি চিনতে দেরি হল না। কিন্তু এমন বাড়ি পাওয়া নিতান্ত সৌভাগ্যের কথা। সৌভাগ্যের আকস্মিক আবির্ভাবে প্রথমে তাদের মনে ভয়ই উপস্থিত হয়। সে ভয় কাটতে দেরি হয় না। সেদিন সন্ধ্যায় তারা সদলবলে এসে দরজার তালা ভেঙে রৈ-রৈ আওয়াজ তুলে বাড়িটায় প্রবেশ করে। তাদের মধ্যে তখন বৈশাখের আম-কুড়ানো প্রি উন্মাদনা বলে ব্যাপারটা তাদের কাছে দিন-দুপুরে ডাকাতির মতো মনে হয় না। কোনো অপরাধের চেতনা যদি বা মনে জাগার প্রয়াস পায় তা বিজয়ের উল্লাসে নিমেষে তুলোধুনো হয়ে উড়ে যায়।

১.    ওপরের অনুচ্ছেদে প্রবাদ-প্রবচন রয়েছে?
ক. একটি    খ. দু’টি    গ. তিনটি    ঘ. চারটি
ব্যাখ্যা : অনুচ্ছেদটিতে ১টি বাগধারা (পৃষ্ঠপ্রদর্শন) এবং ২ টি প্রবাদ-প্রবচন (দিনে দুপুরে ডাকাতি, তুলোধুনো হওয়া) আছে। সুতরাং সঠিক উত্তর : (খ)।

২.    অনুচ্ছেদে ব্যবহৃত যুক্তবর্ণের সংখ্যা-
ক. ৩২    খ. ৩৩    গ. ৪১    ঘ. ২১
উত্তর :

৩.    অনুচ্ছেদে তৎপুরুষ সমাসবন্ধ পদ কয়টি?
ক. তিনটি    খ. চারটি    গ. পাঁচটি    ঘ. ছয়টি
উত্তর :
ব্যাখ্যা : পৃষ্ঠপ্রদর্শন, দেশভঙ্গ, দেশপলাতক, আমকুড়ানো।
[বি:দ্র : নতুন পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত নয় (একটি তুলসী গাছের কাহিনী)।

৪.    অনুচ্ছেদটিতে ব্যবহৃত বিশেষণের সংখ্যা-
ক. তেরো    খ. চৌদ্ধ    গ. পনের    ঘ. ষোল
উত্তর :
ব্যাখ্যা : সামরিক, একটা, উদয়াস্ত, একদিন, সদর, মস্ত, সামান্য, দেশপলাতক, পরিত্যক্ত, এমন, নিতান্ত, আকস্মিক, রৈ-রৈ, প্রি।

৫.    অনুচ্ছেদটিতে কত রকমের ছেদচি‎হ্ন বা বিরামচিহ্ন ব্যবহৃত হয়েছে?
ক. দুই রকমের        খ. তিন রকমের
গ.  চার রকমের        ঘ. পাঁচ রকমের
উত্তর :
ব্যাখ্যা : অনুচ্ছেদটিতে (দাঁড়ি, সেমিকোলন, কমা, হাইফেন)- এই চার রকমের ছেদচি‎হ্ন ব্যবহৃত হয়েছে।

৬.    ‘স্বেচ্ছ’ ও ‘কচ্ছ’ দেশের কথা বলা হয়েছে কোন দু’টি রচনায়?
ক. হৈমন্তী ও বিলাসী    খ. অর্ধাঙ্গী ও অপরা‎েহ্ণর গল্প
গ. একুশের গল্প ও অপরাহ্ণের গল্প‎
ঘ. বিলাসী ও একটি তুলসী গাছের কাহিনী
উত্তর :
[বি:দ্র: নতুন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয় (একটি তুলসী গাছের কাহিনী)।

৭.    ‘জোছনা-মায়া’র কথা উল্লেখ করা হয়েছে কোন কবিতায়?
ক. পাঞ্জেরি         খ. কবর
গ. তাহারেই পড়ে মনে    ঘ. আমার পূর্ব বাংলা
উত্তর :
[বি:দ্র: নতুন পাঠ্যক্রমের অন্তুর্ভূক্ত নয় (পাঞ্জেরি)।

৮.    “আগেই সন্ধ্যা আজ সময়ের নেমেছে।” -বাক্যের কোন বৈশিষ্ট্যটি এখানে নেই?
ক. আকাক্সা    খ. আসত্তি    গ. যোগ্যতা    ঘ. বাগধারা
উত্তর :
ব্যাখ্যা : আসত্তি – বাক্যের সুশৃঙ্খল পদ্যবিন্যাসকে বুঝায়। এখানে বাক্যের পদগুলোর কোনো শৃঙ্খলা নেই। কারণ বাক্যটি হবে- ‘আজ সময়ের আগেই সন্ধ্যা নেমেছে।’ সুতরাং সঠিক উত্তর হবে (খ)।

৯.    সঠিক বিপরীত শব্দযুগল নয়?
ক. শ্রী-বিশ্রী    খ. টক-মিষ্টি    গ. গুণ-গান    ঘ. উন্মুখ-বিমুখ
উত্তর :

১০.    কোন কবিতায় সম্বন্ধ পদের ব্যাপক ও বৈচিত্র্যময় ব্যবহার রয়েছে?
ক. বঙ্গভাষা        খ. সোনার তরী
গ. আঠারো বছর বয়স    ঘ. আমার পূর্ব বাংলা
উত্তর :
[বি:দ্র: নতুন পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত নয় (‘আমার পূর্ব বাংলা’)]

১১.    “বাক্যাংশটিতে আসলে ব্যাঙ্গ করিয়া বলা হইয়াছে যে- আমাদের আচরণ এতই বর্বড় ছিল যে তা কাপুরুষতার চাহিতেও লজ্জ্বাজনক ছিল।” – চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা-
ক. চার    খ. পাঁচ    গ. ছয়    ঘ. সাত
উত্তর :
ব্যাখ্যা : চলিত রীতির দিক থেকে ভুল আছে- ৪টি
(১)    সাধু        চলিত
বাক্যাংশটি        বাক্যাংশটা
করিয়া        করে
হইয়াছে        হয়েছে
চাহিতেও        চাইতেও/চেয়েও
(২)    বানান ভুল- ৩টি
ভুল        শুদ্ধ
বর্বড়        বর্বর
লজ্জ্বাজনক        লজ্জাজনক
ব্যাঙ্গ        ব্যঙ্গ
সুতরাং সঠিক উত্তর : (ঘ)

১২.    কোনটি সমার্থক শব্দ নয়?
ক. অভ্র    খ. বীচি    গ. লহরী    ঘ. ঊর্মি
উত্তর :
ব্যাখ্যা : বীচি, লহরী, ঊর্মি এগুলো ‘ঢেউ’ শব্দের সমার্থক। কিন্তু ‘অভ্র’ অর্থ আকাশ, যা সমার্থক নয়।

১৩.   ‘Millenninum’ -এর পরিভাষা-
ক. অব্দ    খ. শতাব্দ    গ. সহস্রাব্দ    ঘ. শকাব্দ
উত্তর :

১৪.    ‘শোক দূর হয়েছে যার’ -বাক্যটিকে সংকোচন করলে হবে?
ক. অশোক    খ. বীতশোক    গ. হৃতশোক    ঘ. শোকাতীত
উত্তর :

১৫.    He is a hard nut to crack- বাক্যটির সঠিক বাংলা অনুবাদ-
ক. তিনি হলেন শক্ত বাদাম যা ভাঙা যায় না।
খ. তিনি ভেঙে পড়ার লোক নন।
গ. তিনি কঠিন লোক।
ঘ. তিনি ভাঙবেন তবু মচকাবেন না।
উত্তর :

১৬.    ‘কলিমদ্দি দফাদার’ গল্পের কোন তথ্যটি সঠিক নয়?
ক. সে বিশ বাইশ বছর ধরে দফাদার
খ. কলিমদ্দি এলাকার দফদার
গ. চৌকিদারের সর্দার দফাদার    ঘ. তার বয়স ষাট
উত্তর :
[বি:দ্র: নতুন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয় (‘কলিমদ্দি দফাদার’)]

১৭.    কোনটি সঠিক নয়?
ক. √শুচ্ + ঘঞ = শোক    খ. √নী + তৃচ = নেতা
গ. সুভগ + ষ্ণ্য = সৌভাগ্য    ঘ. √মুগ্ + ক্ত = মুগ্ধ
উত্তর :
ব্যাখ্যা : ‘মুগ্ধ’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হবে- মুহ + ক্ত। সুতরাং ঙঢ়ঃরড়হ (খ) ভুল।

১৮.    “ছোট কিন্তু রসে ভরা।” -বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করলে হবে?
ক. যদিও ছোট, তবু রসে ভরা।     খ. রসে ভরা ছোট চিঠি।
গ. ছোট ও রসে ভরা।    ঘ. ছোট হলেও রসে ভরা।
উত্তর :

১৯.    ‘কামরা’ – কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. পর্তুগিজ    খ. ফারসি    গ. আরবি    ঘ. সংস্কৃত
উত্তর :

২০.    “হৈমন্তী’ গল্পে উল্লিখিত এডমন্ড বার্কের রচনা কোন বিষয়ক?
ক. শিল্পবিপ্লব        খ. নারী স্বাধীনতা
গ. ফরাসি বিপ্লব        ঘ. রুশ বিপ্লব
উত্তর :
[বি:দ্র: নতুন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয় (‘হৈমন্তী’)]

২১.    ভূদেব বাবু হলেন-
ক. বাংলার নবজাগরণের একজন পথিকৃৎ
খ. একজন নাট্যকার
গ. একজন শাস্ত্রবিদ    ঘ. একজন শিক
উত্তর :
[বি:দ্র: নতুন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয় (বিলাসী)]

২২.    কোন শব্দটি আরবি উপসর্গযোগে গঠিত?
ক. গরমিল    খ. নালায়েক    গ. হররোজ    ঘ. কমজোর
উত্তর :
ব্যাখ্যা : ‘নালায়েক’ শব্দের ‘না’ ‘কমজোর’ শব্দের ‘কম’ ফারসি উপসর্গ। ‘হররোজ’ শব্দের ‘হর’ উর্দু-হিন্দি উপসর্গ । আর ‘গরমিল’ শব্দের ‘গর’ আরবি উপসর্গ (আম, খাস, লা, গর-আরবি উপসর্গ)। সুতরাং (ক) সঠিক উত্তর।

২৩.    পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়-
ক. প্রত্যয়ের মতো    খ. বিভক্তির মতো
গ. ধাতুর মতো        ঘ. সমাসের মতো
উত্তর :
ব্যাক্যা : কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয় বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে।

২৪.    “কথাটি বলে থাকব কিন্ত মনে পড়ছে না।” -বাক্যটি কোন কালের উদাহরণ?
ক. নিত্যবৃত্ত বর্তমান    খ. ঘটমান ভবিষ্যৎ
গ. পুরাঘটিত ভবিষ্যৎ    ঘ. সাধারণ ভবিষ্যৎ
উত্তর :

২৫.    অনুসর্গ ব্যবহারের ক্ষেত্রে সাধুরীতিতে অনুসর্গের পূর্ণরূপ ও চলিতরীতিতে সংপ্তি রূপ?
ক. হয় না        খ. কখনো কখনো হয়
গ. হয়        ঘ. কখনোই হয় না
উত্তর :
ব্যাখ্যা : সবগুলো অনুসর্গের সাধু ও চলিতরূপ হয় না। বেশিরভাগ অনুসর্গের সাধু ও চলিতরূপ রয়েছে।


ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা : বাংলা প্রশ্নোত্তর (খ ইউনিট) ২০১৫-২০১৬

ঢাবি ভর্তি পরীক্ষা : বাংলা প্রশ্নোত্তর (খ ইউনিট) ২০১৬-২০১৭