Headlines

দিব্যেন্দু দ্বীপ ‘র সাথে ইংরেজি সাহিত্যের ক্লাসগুলো করতে চান?

Famous Literature Books

দিব্যেন্দু দ্বীপ -এর লেখা ইংরেজি সাহিত্যের ওপর দুটি বই রয়েছে-

১। প্রিলিমিনারি ইংরেজি সাহিত্য;

২। লামিয়া।

এই দুটি বই পড়ে ইংরেজি সাহিত্যের ইতিহাস এবং উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সম্পর্কে আপনি স্পষ্ট ধারণা পাবেন। ‘JoVEN JoB‘ নামক অনলাই জব কোচিং-এর অনুরোধে দিব্যেন্দু দ্বীপ রাজি হয়েছেন ইংরেজি সাহিত্যের ওপর দশটি ক্লাস নিতে। এটি ছিল একটি ঘরোয়া ট্রায়াল ক্লাস। অর্থাৎ, এটি প্রথম ক্লাস নয়। অচিরেই ক্লাসগুলো এই চ্যানেলে আপলোড করা হবে। সাথে থাকুন।