পাটিগণিত: বয়সের অংক

follow-upnews
1 1

পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৪০ বছর, যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০০ বছর, পুত্রের বর্তমান বয়স কত?

মনেকরি, পুত্রের বর্তমান বয়স= x বছর 

তাহলে পিতার বর্তমান বয়স = ৪0-x বছর 

পুত্রের বয়স বৃদ্ধি পেয়ে পিতার বর্তমান বয়সের 

সমান হলে অর্থাৎ ৪0-x হলে পুত্রের বয়স 

বৃদ্ধি পায় = ৪0-x-x = ৪0-২x

তাহলে পিতার বয়স বৃদ্ধি পেয়ে হবে = ৪0-x+৪0-২x = ৮0-৩x

শর্তমতে:

৪0-x+৮0-৩x = 100

বা, ১২0-৪x = ১00

বা, -৪x = ১00-১২0

বা, -৪x = -২0

বা, ৪x = ২0

বা, x = ২0÷৪

বা,  x = ৫

উত্তরঃ ৫  বছর ।

নিজে করুন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৪ গুন। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুন ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

Next Post

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা: সংস্কার নাকি সংরক্ষণ?

আমি লেনিন, সার্টিফিকেট অনুযায়ী মোজাম্মেল হক, পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ ওমর আলী খন্দকার (সরকারের সকল সঠিক দলিলভুক্ত একজন প্রকৃত মুক্তিযোদ্ধা আমার বাবা, যিনি বর্তমানে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয় মৃত্যুর সাথে লড়ে যাচ্ছেন, এর পূর্বপর্যন্ত একজন দায়িত্বশীল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে সুনামের সাথে কাজ করেছেন)। ব্যক্তিজীবনে আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে […]
ছাত্রলীগ