টোফেল (TOEFL : test of English as a foreign language) রেজিস্ট্রেশন করবেন যেভাবে

follow-upnews
0 0

Test of English as a Foreign Language (TOEFL)
Registration, Reschedule, Additional Score Report (ASR)

Contact Information:
BDBL Bhaban, Level-3 (West), 12 Karwanbazar, Dhaka-1215
(In between ETV & NTV Adjacent to Titas Gas Bhaban)
Phone: 9140 577, 8130 354, 8130 554, 01750 181878
Service Available: 9am – 5pm (Except Friday & Govt. Holidays)

স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্র এবং কানাডায় পড়তে যেতে হলে জিআরই এবং টোফেলে ভাল স্কোর লাগে:

টোয়েফল (TOEFL) ইংরেজি ভাষায় পেশাদারি দক্ষতা যাচাইয়ে প্রয়োজন হয় টোয়েফল (টেস্ট অব ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাংগুয়েজ)। যুক্তরাষ্ট্র, কানাডাসহ অন্য উত্তর আমেরিকার দেশগুলোতে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে আবেদনে প্রথম শর্ত টোয়েফলে নির্দিষ্ট স্কোর পেতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও পছন্দের বিষয়ভেদে স্কোর করতে হয় সর্বমোট ১২০ নম্বরের মধ্যে। টোয়েফলে চারটি ভাগ থাকে: রিডিং, লিসেনিং, স্পিকিং ও রাইটিং। টোয়েফলে ১২০ স্কোরের মধ্যে স্ট্যান্ডার্ড মান ১০০-এর মধ্যে। অর্থাৎ ১০০ পেলে ভালো। এই নম্বরটি পেতে প্রয়োজন দীর্ঘ সময়ের কঠোর প্রস্তুতি। বাজারে অনেক বই আছে টোয়েফল প্রস্তুতির জন্য।

সময় একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে হয়, যার জন্য নিজেকে তৈরি করতে হবে। তৈরি করতে হবে নিজের নির্মিত কৌশল। মডেল টেস্টগুলো যত দেওয়া যায় ততই ভালো। নিবন্ধনের সময়ই পরীক্ষা কোথায় হবে তা জেনে নেয়া ভালো।


Test of English as a Foreign Language (TOEFL)

Next Post

জিআরই (GRE) ম্যাথ

এগুলো পড়তে পারেন