বিসিএস পরীক্ষার প্রস্তুতি : বিষয়- নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

বিসিএস নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

বিসিএস নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন



জেনে রাখা ভালো

১. বাক-স্বাধীনতার কথা বলা আছে সংবিধানের যে অনুচ্ছেদে :

৩৯ নং অনুচ্ছেদে

২. নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হলো :

Morality

৩. মূল্যবোধ মূলত :

একটি দার্শনিক বিষয়

৪. সামাজিক মূল্যবোধ হলো :

সামাজিক আচার আচরণের সমষ্টি

৫. সামাজিক মূল্যবোধের ভিত্তি হলো :

আইনের শাসন

৬. মূল্যবোধকে সাধারণত বিভক্ত করা যায় :

৬ ভাগে

৭. প্রতিটি শিশু যে মূল্যবোধ নিয়ে জন্মায় :

ব্যক্তি মূল্যবোধ

৮. শিল্প বিপ্লব সামাজিক মূল্যবোধের :

অবক্ষয় ঘটিয়েছে

৯. আইন মেনে চলা যে ধরনের কর্তব্য :

রাজনৈতিক

১০. মূল্যবোধ মানুষের সার্বিক জীবনে :

গাইডলাইন হিসেবে ভূমিকা পালন করে

১১. প্রাচীনকালে এথেন্স ও স্পার্টায় প্রচলিত ছিল :

নগররাষ্ট্র

১২. পৌরনীতি ও সুশাসন :

এক ধরনের সামাজিক বিজ্ঞান

১৩. প্রাচীনকালে নগররাষ্ট্র বিদ্যমান ছিল :

গ্রিসে

১৪. ন্যায়বিচার প্রতিষ্ঠা যে বিভাগের কাজ :

বিচার বিভাগের

১৫. নিজ ধর্ম চর্চা ও পালন করা হলো :

সামাজিক অধিকার

১৬. যে অধিকার লঙ্ঘিত হলে রাষ্ট্রীয় শাস্তির বিধান নেই :

নৈতিক অধিকার

১৭. সরকারের তৃতীয় অঙ্গ হলো :

বিচার বিভাগ

১৮. নাগরিকতা অর্থপূর্ণ হয় :

কর্তব্য পালনে

১৯. রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয় :

সাংবিধানিক আইনকে

২০. আইন নিষ্প্রয়োজন হয় যদি :

শাসক ন্যায়পরায়ণ হয়

২১. বর্তমান বিশ্বে সবচেয়ে ভালো শাসনাব্যবস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে :

গণতন্ত্র ব্যবস্থা

২২.”What is morally wrong can never be politically right” উক্তিটি করেছেন –

J. Fox

২৩. সুশাসনের আভাস পাওয়া যায় :

ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে

২৪. আইনের দৃষ্টিতে ‘সকল নাগরিক সমান’ বলা আছে সংবিধানের যে অনুচ্ছেদে :

২৭ নং অনুচ্ছেদে

২৫. সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে :

মিডিয়া

২৬. পেশিশক্তির ইংরেজি প্রতিশব্দ হলো :

Muscle Power

২৭. বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা হয়েছে :

৭৭ নং অনুচ্ছেদে

২৮. সুশাসনের মানদণ্ড হলো :

জনগণের সম্মতি ও সন্তুষ্টি

২৯. মানবাধিকার লঙ্ঘিত হলে অচল হয়ে পড়ে :

গণতন্ত্র

৩০. দুর্নীতি দমন কমিশন (দুদক) হলো :

একটি সরকারি সংস্থা

৩১. প্রশাসন যন্ত্রের ধারক ও বাহক হলো :

সরকার

৩২. সুশাসনের অন্যতম প্রতিবন্ধকতা হলো :

দুর্নীতি

৩৩. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যার দায়িত্ব :

সরকারের

৩৪. সুশাসনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল :

Transparency

৩৫. সুশাসনের পূর্ব শর্ত হলো :

জবাবদিহিতা

৩৬. সুশাসন প্রতিষ্ঠায় অপরিহার্য বিষয় হলো :

গণতান্ত্রিক মূল্যবোধ

৩৭. গণতন্ত্র ছাড়া প্রতিষ্ঠা পায় না :

সুশাসন

৩৮. Good Governance ও E-Governance -এর মধ্যে সম্পর্ক :

ঘনিষ্ঠ

৩৯. যে দেশে মানবাধিকার লঙ্ঘন নিত্যদিনের ব্যাপার, সে দেশে নেই :

সুশাসন

৪০. যে সরকার আইনের দ্বারা সতীদাহ প্রথা বাতিল করে :

ব্রিটিশ সরকার

৪১. মুসলিম আইনের প্রধান উৎস হলো :

আল কুরআন

৪২. যে দেশের আইন বা সংবিধান লিখিত আকারে নেই :

যুক্তরাজ্য

৪৩. আইনের আনুষ্ঠানিক উৎস হলো :

সংবিধান

৪৪. সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষাকল্পে যে আইন প্রবর্তন করা হয়:

ফৌজদারী আইন

৪৫. Ordinance হলো :

জরুরি আইন

৪৬. জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করে :

সরকার

৪৭. ক্ষমতার অপব্যবহারের যৌক্তিক কারণ :

ক্ষমতার কেন্দ্রীকরণ

৪৮. যেভাবে গণতন্ত্রকে শক্তিশালী করা যায় :

ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে

৪৯. সুশাসন প্রতিষ্ঠার মুখ্য উপাদান :

আইনের শাসন

৫০. যেখানে দেশপ্রেম নেই সেখানে :

সুশাসন নেই


ফলোআপনিউজ এডুকেশন ডেস্ক