যে দশটি অংক (যে ধরনের) চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ

follow-upnews
0 0

১. ১ টাকায় ৩টি করে কিনে ৫টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো?ঘড়ির অংক

২. ৬০লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রনের অনুপাত ৭:৩। ঐ মিশ্রনে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে। 

৩. ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতীক গড়ের সমান?

৪. নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে। 

. ২০ ফুট লম্বা তিনটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোটো অংশের দৈর্ঘ্য কত ফুট?

৬. ঘড়িতে এখন ৮টা বাজে। ঘণ্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যের কৌণিক দূরত্ব কত?

৭. ১৭দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কত তারিখ?

৮. একটি শ্রেণিতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো ২৫ পয়শা বেশি করে চাঁদা দেওয়ায় মোট ৭৫ টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্রছাত্রী সংখ্যা কত?

৯. পেয়ারার কেজি ৪০টাকা থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। কত শতাংশ দাম বেড়েছে?

১০. রোমানা একটি মাছ মেপে দেখল সেটি ২০ সে.মি.। যদি মাছটির প্রকৃত দৈর্ঘ্য ১৬.৬ সে.মি. হয় তাহলে রোমানা কত শতাংশ ভুল করেছিল?

অংকগুলো বিশেষ নিয়মে আগামীকাল সমাধান করে দেওয়া হবে।


Joven Job

Next Post

চমৎকার নিয়মে ঘড়ির কাঁটা সম্পর্কিত অংকগুলো দেখুন ...

সাম্প্রতিক প্রায় বিভিন্ন চাকুরির পরিক্ষায় এধরনের একটি প্রশ্ন থাকে যে, “ঘড়িতে যদি এতটা বাজে তাহলে ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?” অংকগুলো খুব সহজ যদি ঘড়ির হিসেবটা বোঝা যায়। অংকগুলো মুখে মুখেই করা যায়।  এধরনের প্রশ্নের সমাধান করার আগে একবার ঘড়ির কথা ভাবুন। পুরো ঘড়িটা একটা বৃত্তের […]
সাড়ে এগারোটা