এ ধরনের প্রচারপ্রিয় মানসিকতা অগ্রহণযোগ্য

follow-upnews
0 0

“দরদামে যারা দেহ বেঁচে
তাদের তোমরা বেশ্যা বলো!
ওরা যারা মৃত্যু-ক্ষুধা পুঁজি করে
দেহ-মন নিলামে তোলে?”

%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2

পেছনে নাকে-মুখে নল লাগানো অচেতন খাদিজা বেগম। খাদিজাকে দেখতে গিয়ে তোলা ছবি (সেলফি) আজ সন্ধ্যে ৭টার দিকে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন সাংসদ সাবিনা আক্তার তুহিন। সঙ্গে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অপু উকিলসহ আরেকজন নারী।
আইসিইউ-এর মতো স্পর্শকাতর জায়গায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এক নারীর পাশে সরকার দলীয় নারী নেত্রীদের এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
খাদিজার ওপর নৃশংসতায় ক্ষুব্ধ মানুষ তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, ভৎর্সনা করেছেন।

এ ব্যাপারে প্রথম আলো সাবিনা আক্তার তুহিনের সাথে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পেয়েছে। আর অপু উকিল ফোন ধরেননি। তিনি প্রথম আলোর খুদে বার্তারও জবাব দেননি।

%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a7%a8


সূত্র ও ছবি: প্রথম আলো

Next Post

কর্মীদের লভ্যাংশ বঞ্চিত করতে চাচ্ছে বেসরকারি ব্যাংক

শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ী, ব্যাংকের নিট লভ্যাংশের পাঁচ শতাংশের হকদার কর্মকর্তা ও কর্মচারীরা। কিন্তু শ্রমিকদের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করতে সরকারের বিভিন্ন মহলে দৌঁড়ঝাপ করেছে বেসরকারি ব্যাংকগুলো। শ্রম মন্ত্রণালয়ে বেসরকারি ব্যাংকগুলোর একটি প্রতিনিধি দল ২৩২ ধারা থেকে রেহাই পেতে ২৭ সেপ্টেম্বর এই নিয়ে বৈঠক করেন কর্তৃপক্ষের সঙ্গে। বৈঠকে বেসরকারি ব্যাংকের […]

এগুলো পড়তে পারেন