বাধাল বাজারে রাস্তা ও ফুটপথ দখল করে ভাঙাড়ির ব্যবসা! যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

ভাঙাড়ির দোকান

বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাধাল বাজার একটি ব্যস্ততম বাজার। খুলনা বরিশাল বা বাগেরহাট পিরোজপুর সড়কটিও এখন মহাসড়ক। দূরপাল্লার গাড়ি সহ আন্ত:জেলা গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে। পাশাপাশি বিভিন্ন ছোট বড় গাড়ি তো রয়েছেই। বিস্ময়কর হচ্ছে— বাধাল বাজারে ব্যস্ততম সড়কের পাশেই রয়েছে একটি ভাঙাড়ি ব্যবসার দোকান। ব্যবসা প্রতিষ্ঠানটি ফুটপথ তো দখল করেছেই, পাশাপাশি রাস্তাটিরও অর্ধেক দখল করে রাখে প্রায় সময়। ট্রাকে মাল ওঠানামা চলতে থাকে দিনে রাতে। যেকোনো সময় এখানে ঘটতে পারে দুর্ঘটনা। গাড়ির দুর্ঘটনা তো ঘটতেই পারে, পাশাপাশি লোহা লক্কড় ছিটকে পড়তে পারে পথচারীদের মাথায়। এলাকাবাসী এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।

ভাঙ্গাড়ির দোকান
ছবিটি বাধাল বাজার থেকে ০৫/০১/২০২২ তারিখে সকাল দশটায় তোলা।