গাইবান্ধায় তুরিনের গাড়ির উপর হামলা

follow-upnews
0 0

গাইবান্ধার পলাশবাড়ীতে হামলার মুখে পড়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব‌্যুনালের প্রসিকিউটার তুরিন আফরোজ, তবে তিনি অক্ষত রয়েছেন।

তুরিন আফরোজের বাবা তছলিম উদ্দিন আহমেদ গত মঙ্গলবার মারা যান। নীলফামারীর জলঢাকার চাওরাডাঙ্গি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করে সোমবার ফিরছিলেন তুরিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবার দাফন শেষে ঢাকায় ফিরছিলাম। বেলা সাড়ে ৩টার দিকে পলাশবাড়ীতে গাড়ি পৌঁছালে সেখানে হামলা হয়। আমি অক্ষত আছি। বর্তমানে ঢাকার পথে আছি।”

কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে কোনো তথ‌্য পাওয়া যায়নি।

Next Post

লাইসেন্স ছাড়া ইন্টারনেট সেবা দেওয়া যাবে না --বিটিআরসি

পাড়া বা মহল্লায় ছোট বা বড় পরিসরে ইন্টারনেট সেবা দিতে হলেও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি থেকে আইএসপি লাইসেন্স নিতে হবে। জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে এবং ইন্টারনেট সেবার মান বৃদ্ধি করতে লাইসেন্স গ্রহণের কোনও বিকল্প নেই বলে মনে করে কমিশন। সোমবার রাতে বিটিআরসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। কমিশনের […]