Headlines

ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট

ডাকসু নির্বাচন

https://www.facebook.com/DibbenduBD/videos/10211887457955956/

২৭ বছর ধরে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। বিভিন্ন সময়ে নির্বাচনের দাবি উঠলেও, দ্রুতই তা বিফলে গেছে প্রশাসনের অনিহায়।

দাবিতে এবার আন্দোলনে নামার সময়সীমা বেঁধে দিয়েছে প্রগতিশীল ছাত্রজোটসহ আরও কয়েকটি সংগঠন। প্রগতিশীল ছাত্রজোটের নেতারা জানিয়েছেন, আগামী ১০ জানুয়ারির মধ্যে ঢাবি কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা না করলে তারা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট এবং বিক্ষোভ সমাবেশ করবে।

ডাকসু নির্বাচনের দাবিতে ২৫ নভেম্বর ২০১৭ থেকে অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সন্ধ্যাকালীন কোর্সের ছাত্র ওয়ালিদ আশরাফ। এ দাবির প্রতি সমর্থন জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।