Headlines

নেই বধ্যভূমির নাম বা গণহত্যার কোনো বিবরণ, স্মৃতিফলকে আছে শুধু উদ্বোধনকারীদের নাম!

কালিগঞ্জ
কালিগঞ্জ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ডাকবাংলোর সামনে ইছামতি নদীর পাড়ে ১৯৭১ সালে সংগঠিত গণহত্যা স্মরণে নির্মিত স্মৃতিফলক। ইনসেটে নামফলক বড় করে দেখানো হয়েছে।

২০১৮ সালের ২৫ মার্চ উদ্বোধন করা হয়েছে এই স্মৃতি ফলকটি। ১৯৭১-এর গণহত্যা স্মরণে স্মৃতিফলকটি নির্মাণ করা হলেও নেই সে সম্পর্কিত কোনো তথ্য। স্মৃতিস্তম্ভের পাশে একটি নাম ফলকে ভুল বানানে লেখা রয়েছে— “মুক্তিযোদ্ধা বদ্ধভূমি স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জনাব অধ্যাপক ডা: আ.ফ.ম. রুহুল হক (মাননীয় সংসদ সদস্য-১০৭, সাতক্ষীরা-৩), জনাব এস.এম. জগলুল হায়দার (মাননীয় সংসদ সদস্য ১০৮, সাতক্ষীরা-৪), জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান (চেয়ারম্যান উপজেলা পরিষদ কালিগঞ্জ) এবং জনাব গোলাম মাঈনউদ্দিন হাসান (উপজেলা নির্বাহী অফিসার, কালিগঞ্জ, সাতক্ষীরা)।