বাগেরহাটে উন্নয়ন মেলা উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উন্নয়ন মেলা, বাগেরহাট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশে এ মেলার উদ্বোধন করেন।  বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ মেলার উদ্বোধন করেন। বাগেরহাটে তিন দিনব্যাপী এ উন্নয়ন মেলা শুরু হয়েছে। 

এসময়, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার হাবিবুননাহার, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়সহ জেলার সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাগেরহাট

বাগেরহাটে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্টিত হয়

শুভ দত্ত সৌরভ, বাগেরহাট

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাগেরহাটে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্টিত হয়। ৪ অক্টোবর ২০১৮ দুপুর ২ ঘটিকায় বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে বাগেরহাটের জেলা প্রশাসন। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্টানের শুভ উদ্ভোধন করা হয়। মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার শুভ উদ্ভোধন করেন। পরবর্তিতে জেলা পরিষদ অডিটরিয়ামে পবিত্র কুরআন তেলোয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সাংসদ ডাঃ মোঃ মোজাম্মেল হোসনে, বাগেরহাট-২ আসনের সাংসদ এ্যাডঃ মীর শওকত আলী বাদশা বাগেরহাটের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হেপী বড়াল, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, পৌরসভা মেয়র খান হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান টুকু,  সিভিল সার্জন ডাঃ অরুণ চন্দ্র রায় সহ আরও অনেক বিশিষ্টজন।

বাগেরহাট শহরের শালতলায় অবস্থিত জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে ৯২ টি স্টল নিয়ে এ মেলা শুরু হয়েছে।

কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা উন্নয়ন মেলায় অংশগ্রহণ করে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টল থেকে প্রেসার মাপান।