বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ছবি অবমাননার প্রতিবাদ

follow-upnews
0 0

 

 

প্রাণতোষ তালুকদার: মহান বিজয় দিবস উপলক্ষে ওয়ারী থানা শাখার শ্রমিক লীগ কর্তৃক রাস্তার উপরে টানানো বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবিসহ তোরণ ও ব্যানারগুলি টেনে হিঁচড়ে ছিড়ে পদদলিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিষয়টির প্রতিবাদে ওয়ারি থানা শাখার শ্রমিক লীগ প্রতিবাদমুখর হয়, এবং স্থানীয় জনগণও এর প্রতিবাদ করে। কেন সিটি করপোরেশনের লোকজন এসে হঠাৎ অস্থায়ী দোকানপাট ভাংচুর করল তা বুঝতে পারছে না অনেকে।

ভাঙচুরের ছবি
ভাঙচুরের ছবি

 

প্রতিবাদের ছবি
প্রতিবাদের ছবি
Next Post

পরাজিত জীবন আমার এক অজানা অন্তর্দহন

১ ঘৃণা হয় না কিছুতে আর, দুঃখ লাগে না কিছুতে আর, পৃথিবীর এক মহাবিস্ময় আজ আমায় বিমূঢ় করেছে। বিশ্বাস করতে পারব আর কখনও কোনো কোকিলের ডাক? বিরহ কাতর যে ডাহুক পাখিটাকে বাঁচিয়ে ছিলাম একদিন ভালোবেসে খুন করব না কেন তাকে ডাইনি ভেবে এখন তবে? [পারব না তারে আমি ভালোবাসি যে!] […]
Aeshop