“গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ” বিষয়ে বিশেষজ্ঞ তৈরি এবং সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধ সম্পর্কে সচেতন করার অংশ হিসেবে ”গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১” শীর্ষক প্রশিক্ষণ কোর্স ২০১৭ শুরু হয় ২৮ এপ্রিল ২০১৭ তারিখে। ৩০ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বিপুল আগ্রহের কারণে প্রশিক্ষাণার্থীর সংখ্যা দাঁড়ায় শেষ পর্যন্ত ৫৬ তে।
২৭ এপ্রিল, ২০১৭ তারিখ অপরাহ্ণে, খুলনা সার্কিট হাউসে আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট-এর স্বপ্নদ্রষ্টা অধ্যাপক মুনতাসীর মামুন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
https://youtu.be/CB3RH_8wq1s
এরপর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হয়। ক্লাস নিয়েছেন বিষয়ে অভিজ্ঞ বিভিন্ন বরেণ্য অধ্যাপক, চিত্রশিল্পী এবং লেখক।
২০ মে ২০১৭ তারিখে ট্রাস্টের সভাপতি হিসেবে অধ্যাপক মামুনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মসূচীটির ক্লাস পর্ব শেষ হয়। এরপর একটি গবেষণা কর্ম/গণ হত্যার উপর বই প্রণয়নের মাধ্যমে প্রশিক্ষানার্থীরা সনদপত্র পাবে।
https://youtu.be/ZgOrYInPzJs
https://youtu.be/QVNGYkcdY3o