এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও প্রতিবাদের পর শেষতক সরকারের নীতি নির্ধারকগণ যে বিষয়টির গুরুত্ব ও নাজুকতা উপলব্ধি করতে পেরেছেন এ জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই।
পীর আরো বলেছে, পাশাপাশি এনসিটিবি বা শিক্ষা মন্ত্রণালয়ে কোন অশুভ শক্তি আমাদের ছেলে-মেয়েদেরকে আমাদের ধর্মবিশ্বাস এবং আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য থেকে দূরে সরিয়ে আমাদের স্বকীয়তাবোধ এবং আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দেয়ার ষড়যন্ত্র করেছিল তাদেরকে খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করতে হবে।
পীর সাহেব চরমোনাই বলেনছেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের নাট-বল্টু ত্রুটির কারণে যেমন তদন্ত শুরু হয়েছে তেমনি একটি জাতিকে ধ্বংস করার জন্যে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের খুঁজে বের করার জন্যেও তদন্ত হতে হবে।
পীর সাহেব চরমোনাই পাঠ্য সিলেবাসের মতো জাতীয় শিক্ষানীতি ২০১০-এর অসঙ্গতি দূর করার জন্যেও সরকারের নীতি নির্ধারকদের প্রতি জোর দাবী জানান। তিনি প্রস্তাবিত শিক্ষাআইন ২০১৬ অবিলম্বে প্রত্যাহার করে নেয়ারও আহবান জানান।