কবি – সুমন কাজি

follow-upnews
0 0

কবি


হতে পার তুমি একজন কবি
তবে লাগবে একটি ছবি,
ছবির মত একটা মন।
যে দেবে প্রেরণা, কত দুঃখ কত বেদনা
সব লিখবে তুমি গানে কত শত কবিতায়,
ঝরবে তোমার সুখ দঃখ বেদনা।
তবেই হবে কবি।
লোকে বলবে ধন্য হে মহান কবি।

Next Post

সিলেবাসে ইসলামী মূল্যবোধ বজায় রাখায় পীর সাহেব চরমোনাই’র সন্তোষ প্রকাশ

পাঠ্য সিলেবাসের বাংলা বই থেকে ‘গণ-মানুষের’ বোধ-বিশ্বাস ও ধর্মীয় চেতনাবিরোধী বিতর্কিত গল্প কবিতা ও প্রবন্ধ বাদ দিয়ে নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই। এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও প্রতিবাদের পর […]