পথ হারানো পরিযায়ী পাখি // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0
❤️
নিরবতার একটা ভাষা আছে,
বলতে পারো আলোর মতো,
ঈশ্বরের মতো—
কখনো কখনো মানুষকে আচ্ছন্ন করে রাখে।
অযৌক্তিক, হয়তোবা অন্যায্য, তবুও।
❤️
জীবনের এমন কোনো গভীরতা আছে,
যেখানে পৌঁছাতে পারলে
পার্থিব সমীকরণে কিছুই আর মেলে না।
মেলানো যায় না।
❤️
ঘটনার স্মৃতি আছে,
যা ঘটেনি তারও বোধহয় স্মৃতি হয়।
ধরো দু’টো আকাশের মতো—
শূন্যে মিলে যাচ্ছে আকাঙ্ক্ষার মিছিল,
কিচ্ছু না, কিন্তু রঙধনুর মতো বর্ণীল।
❤️
ভেসে এসেছিলাম, ভেসে যাই,
পথ হারানো পরিযায়ী পাখির মতো
কিছু কথা মেঘেদের দেশে রেখে যাই।
Next Post

পুরো জেলা পয়সা খাচ্ছে - রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমের বিরুদ্ধে আব্দুল আলিম কালু নামের এক আসামির স্ত্রী সাহারা বেগমকে ডেকে ৭ লাখ টাকা চাওয়ার একটি অডিও ফাঁস হয়েছে। এসময় ওসি সাহারা বেগমকে মাদক ব্যবসার পরামর্শ দেন এবং নির্বিঘ্নে ব্যবসার জন্য জেলা ডিবির এক ওসিকে বদলি করে দেওয়ারও আশ্বাস দেন। এরই মধ্যে […]
ওসি