Headlines

আজ ভালোবাসা দিবস ♥♥♥ আসতে পারো যদি অন্তর্জাল বুনতে জানো

14 February

14 february

ভালোবাসা দিবস 

ভালোবাসা দিবস

 

 

প্রেম করবে, নারী? 

মুঠো মুঠো প্রেম। 

প্রেম করবে, নারী?

দিন ‍দুপুরে প্রেম।

করবে প্রেম, নারী?

একদিন শুধু,

আর নয়

এ ভুল কোনোদিন

যদি ভুলতে পারো,

নয়তো রোজ

যদি অন্তর্জাল বুনতে জানো।  

জীবন পূর্ণ হবে, পরিপূর্ণ প্রেমে।

করবে প্রেম, নারী,

প্রেম করবে প্রেম?

 

ভার্চুয়াল প্রেম

ভালোবাসা দিবস

 

 

আরও ছবি দাও,

আমি তোমায় কবিতা দেব,

একদিন তুমি আরও আরও দিও,

তোমাকে দিও, আমি কবিতা দেব।

তুমি সব দিও, আমি শুধু কবিতা দেব।

 

 

সুর

ভালোবাসা দিবস

 

 

গহীনে তোমার বিচলিত যে জীবন,

সেখানে আমার বিপন্নতার গান,

সুর খুঁজে পায় স্বর্গ সমান।

শুনতে কি পাও তুমি স্রোতস্বিনী?

 

 

প্রলয়

ভালোবাসা দিবস

 

 

এভাবে সীমা ছাড়িয়ে চলো ঘুরে আসি

আজ

একলা আমরা দুজন,

আমি ঊনিশ, তুমি ঊনচল্লিশ—

সব নিয়ম মুখ থুবড়ে পড়ে থাক

প্রেমের প্রশ্নবানে প্রতারিত হয়ে। 

 

 

প্রত্যাবর্তণ

ভালোবাসা দিবস

 

 

ফিরে যাও

যেখানে প্রকৃতই মেলে জীবনের এসব জয়গান। 

 

এখানে শুধু কল্পনার আশ্রুয়,

অবিশ্রান্ত অপেক্ষার হঠাৎ একদিন,

বিপন্ন সময়ের স্বকরুণ সুর–

পরিণীতার জন্য নয় কোনো, গোলাপ ফুল

এ হোক ভালোবাসার ভণিতায়

একান্তে আমার প্রীতি অনুরাগ। 

 

কবি:

নাম প্রকাশে অনিচ্ছুক।